ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

কানাডায় দাবানল, সরিয়ে নেওয়া হচ্ছে ২০ হাজার মানুষ

২০২৩ আগস্ট ১৮ ১১:২০:৫০
কানাডায় দাবানল, সরিয়ে নেওয়া হচ্ছে ২০ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার উত্তর-পশ্চিম অঞ্চলের ইয়েলোনাইফ শহরের কাছাকাছি চলে এসেছে একটি ভয়াবহ দাবানল। এতে ওই এলাকার ২০ হাজার মানুষকে সরিয়ে নেয়া হচ্ছে। খবর আল-জাজিরার।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) এক প্রতিবেদনে আল-জারিরা জানায়, ২০২৩ সালে কানাডা তার সর্বকালের সবচেয়ে খারাপ দাবানলের মৌসুমের মুখোমুখি হয়েছে। উত্তর-পশ্চিম অঞ্চলে ২৩০টিসহ সারা দেশে ১ হাজারের বেশি সক্রিয় দাবানল জ্বলছে।

এরই মধ্যে উত্তর কানাডায় সৃষ্ট একটি বিশাল দাবানল কানাডার ইয়েলোনাইফ শহরের কাছাকাছি চলে এসেছে। আগামী ৭২ ঘন্টার মধ্যে দাবানলটি শহরের ভেতরে চলে আসতে পারে এমনটি আশঙ্কা করা হচ্ছে।

সার্ভিস জানিয়েছে, ১ লাখ ৬৩ হাজার হেক্টর জমিতে জ্বলতে থাকা দাবানলটি বর্তমানে ইয়েলোনাইফ থেকে ১৭ কিলোমিটার দূরে রয়েছে। এটি অল্প সময়ের মধ্যেই শহরের সংযোগকারী একমাত্র হাইওয়েতে পৌঁছবে। যে কারণে শহরটির সাথে কানাডার বাকি অংশের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এ অবস্থায় শহরের ২০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে শুক্রবারের মধ্যে। তবে ইতোমধ্যেই কয়েক হাজার বাসিন্দা বাড়িঘর খালি করে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে।

এদিকে, আগুন নেভাতে কাজ করছে দেশটির ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর হাজারেরও বেশি সদস্য।

এক বিবৃতিতে ফায়ার সার্ভিস অফিস বলেছে, ইয়েলোনাইফ শহরের ঝুঁকি রয়েছে। আমাদের দল শহরের পাশাপাশি, এই আগুনের বৃদ্ধি কমাতে এবং সম্প্রদায়কে রক্ষা করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে।

শেয়ারনিউজ, ১৮ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে