ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
Sharenews24

‘আগে ঘুস লাগত ১ লাখ টাকা, এখন লাগে ১০ লাখ টাকা’

২০২৬ জানুয়ারি ২৮ ২৩:৪৪:৩৮

নিজস্ব প্রতিবেদক: ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী বর্তমান অন্তর্বর্তী সরকারকে ‘এনজিওদের সরকার’ হিসেবে অভিহিত করে তীব্র সমালোচনা করেছেন। বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি অভিযোগ করেন, এই সরকার কোনো নীতিনির্ধারণী বিষয়ে ব্যবসায়ীদের পরামর্শ নেয়নি। তাঁর মতে, সরকার এনজিওর অভিজ্ঞতা দিয়ে দেশ চালানোর চেষ্টা করছে, যা কার্যত সফল হচ্ছে না।

সেমিনারে আজম জে চৌধুরী দেশের বর্তমান সংস্কার প্রক্রিয়ার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি উদাহরণ হিসেবে বলেন, জমির মিউটেশন করতে গিয়ে ব্যবসায়ীদের আগের চেয়েও বেশি হয়রানির শিকার হতে হচ্ছে। এমনকি চাঁদাবাজির চিত্রও পাল্টায়নি। তাঁর দাবি অনুযায়ী, আগে যেখানে ঘুষ হিসেবে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা লাগত, এখন সেই পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ টাকায়। এই পরিস্থিতিকে তিনি অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন।

অর্থনীতির অপারেশনাল লেভেলে কোনো দৃশ্যমান পরিবর্তন আসেনি উল্লেখ করে তিনি বলেন, আমদানি করা পণ্য পোর্টে এসে খালাস করতে দেড় মাস পর্যন্ত সময় লেগে যাচ্ছে। ট্যাক্স দেওয়ার পর দ্রুত পণ্য পাওয়ার কথা থাকলেও আমলাতান্ত্রিক জটিলতায় তা ব্যাহত হচ্ছে। অনেক ক্ষেত্রে পণ্য যাচাইয়ের জন্য বুয়েটে পাঠানো হয়, যা ফিরে আসতে দীর্ঘ সময় নেয়। এই ব্যবসায়ীর মতে, বড় মাপের অর্থনীতির সংস্কারের কথা বলা হলেও মাঠ পর্যায়ের ভোগান্তি দূর করতে সরকার ব্যর্থ হয়েছে।

দেশের জ্বালানি সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে এলপিজি ও এলএনজির তীব্র সংকট চলছে এবং সরকার বেসরকারি খাতের সঙ্গে কোনো সমন্বয় করছে না। তিনি মনে করেন, এনজিও নির্ভর পরিচালনা ব্যবস্থা দিয়ে দেশের কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়ানো সম্ভব নয়। পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সেমিনারে দেশের শীর্ষস্থানীয় ব্যাংকার ও বীমা খাতের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

ব্যবসায়ীদের মতে, বর্তমান অর্থবছরে শিল্প খাতের উৎপাদন সচল রাখতে হলে জ্বালানি ও বন্দরের সমস্যা দ্রুত সমাধান করা জরুরি। বাজারে পর্যাপ্ত ক্যাশ প্রবাহ নিশ্চিত না হলে এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সহজ না হলে বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হবেন। এই অস্থিতিশীল পরিস্থিতি দীর্ঘায়িত হলে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আয়ে বড় ধরনের ধস নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে