ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
Sharenews24

‘বাবার যদি অন্যায়ের প্রমাণ থাকে, তা বিচার হবে, এতে আমার কী সমস্যা?’

২০২৬ জানুয়ারি ২৬ ১৮:৩৫:১৫
‘বাবার যদি অন্যায়ের প্রমাণ থাকে, তা বিচার হবে, এতে আমার কী সমস্যা?’

নিজস্ব প্রতিবেদক : সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নফাঁস কাণ্ডে সংস্থার সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে দুদকের মামলায় চার দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

রিমান্ড শুনানিতে সিয়ামের আইনজীবী তৌহিদুল ইসলাম রিমান্ড বাতিলের দাবি জানান। তবে দুদকের আইনজীবীসহ পাবলিক প্রসিকিউটর তরিকুল ইসলাম তার রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে চার দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।

সিয়াম আদালতে বলেন, “৩৫ লাখ টাকার সম্পত্তি আমার বাবার দেওয়া। এর মধ্যে ৮ লাখ টাকার জমি ও ২৫ লাখ টাকার গাড়ি। এটি আমি কামাই করি নি। বাবার রিমান্ড চলাকালে দেখা করতে গিয়েছিলাম, সেখান থেকে ধরে নিয়ে আসা হয়েছে। আমার বাবার যদি অন্যায়ের প্রমাণ থাকে, তা বিচার হবে, এতে আমার কী সমস্যা?”

এর আগে ৫ জানুয়ারি দুদক আবেদ আলী, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী ও ছেলে সিয়ামের বিরুদ্ধে মামলা দায়ের করে। অভিযোগে বলা হয়, আবেদ আলীর ১২টি ব্যাংক অ্যাকাউন্টে ২০ কোটি ৮৮ লাখ টাকা জমা ও ২০ কোটি ৪১ লাখ টাকা উত্তোলনসহ মোট ৪১ কোটি ২৯ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের কথা।

এছাড়া আবেদ আলীর বিরুদ্ধে ৩ কোটি ৭২ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আছে। স্ত্রী শাহরিন আক্তারের বিরুদ্ধে ১ কোটি ২৬ লাখ টাকার অনির্ধারিত সম্পদ অর্জনের অভিযোগ, আর ছেলের বিরুদ্ধে ৩ কোটি ৩০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ আনা হয়।

দুদক তার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে এবং প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও রিমান্ড প্রক্রিয়া চলমান রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে