ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
Sharenews24

২৩ লাখ শেয়ার উপহার দিতে চান কোম্পানির পরিচালক

২০২৬ জানুয়ারি ২৬ ১৭:২৪:১০
২৩ লাখ শেয়ার উপহার দিতে চান কোম্পানির পরিচালক

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত টেক্সটাইল খাতের কোম্পানি তশরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দুই পরিচালকের মধ্যে বড় অংকের শেয়ার হস্তান্তরের ঘোষণা এসেছে। কোম্পানিটির পরিচালক রাইসা হাসান তার হাতে থাকা কোম্পানির মোট ২৩ লাখ ২১ হাজার ৯০০ শেয়ার তার মা এবং কোম্পানির অপর পরিচালক মিস লায়রা রিজওয়ানা হাসানকে উপহার হিসেবে প্রদান করার ইচ্ছা প্রকাশ করেছেন। পারিবারিক সম্পর্কের ভিত্তিতে এই শেয়ার হস্তান্তরের প্রক্রিয়াটি শুরু হয়েছে।

আজ সোমবার (২৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

এই বিশাল পরিমাণ শেয়ার হস্তান্তর প্রক্রিয়াটি ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ ট্রেডিং সিস্টেমের বাইরে সম্পন্ন হবে। অর্থাৎ, এই শেয়ারগুলো বাজারে কেনাবেচা হবে না, বরং সরাসরি এক বিও অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে। গত ১৯ জানুয়ারি, ২০২৬ তারিখ থেকে পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করার সময়সীমা নির্ধারিত রয়েছে।

শেয়ারবাজারের নিয়ম অনুযায়ী, একই পরিবারের সদস্য যেমন—স্বামী, স্ত্রী, সন্তান, পিতা, মাতা, ভাই ও বোনের মধ্যে শেয়ার উপহার হিসেবে হস্তান্তরের সুযোগ রয়েছে। তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জ এবং নিয়ন্ত্রক সংস্থাকে পূর্বেই অবহিত করা বাধ্যতামূলক। তশরিফা ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রেও সেই নিয়ম মেনে ডিএসইর মাধ্যমে এই ঘোষণা প্রদান করা হয়েছে।

কোম্পানিটির এই শেয়ার হস্তান্তরের ফলে উদ্যোক্তা-পরিচালকদের সামগ্রিক মালিকানায় কোনো পরিবর্তন আসবে না, তবে ব্যক্তিগত পর্যায়ে মালিকানা কাঠামোতে পরিবর্তন আসবে। এটি একটি পারিবারিক এবং অ-বাণিজ্যিক লেনদেন হওয়ায় সাধারণ বিনিয়োগকারীদের ওপর এর কোনো নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা নেই বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে