ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
Sharenews24

পরিচালকের ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা

২০২৬ জানুয়ারি ১৫ ১৯:২৫:৪৭
পরিচালকের ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের জায়ান্ট স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি'র অন্যতম পরিচালক রত্না পাত্র কোম্পানিটির বড় অংকের শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। শীর্ষস্থানীয় এই কোম্পানির পরিচালকের পক্ষ থেকে এমন ঘোষণা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্দীপনা সৃষ্টি করেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, পরিচালক রত্না পাত্র স্কয়ার ফার্মার মোট ১০ লাখ শেয়ার কেনার অভিপ্রায় ব্যক্ত করেছেন। তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেট ও ব্লক মার্কেট থেকে এই শেয়ার ক্রয় সম্পন্ন করবেন। নিয়ন্ত্রক সংস্থার বিধি মোতাবেক এই বিপুল পরিমাণ শেয়ার ক্রয়ের প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে।

বাজার বিশ্লেষকদের মতে, যখন কোনো কোম্পানির পরিচালক বা উদ্যোক্তা বাজার থেকে বড় অংকের শেয়ার কেনার ঘোষণা দেন, তখন সেটি কোম্পানির ব্যবসায়িক ভবিষ্যৎ ও স্থিতিশীলতার প্রতি তাদের দৃঢ় আস্থার বহিঃপ্রকাশ হিসেবে গণ্য হয়। বিশেষ করে স্কয়ার ফার্মার মতো মৌলভিত্তি সম্পন্ন কোম্পানির ক্ষেত্রে এই ধরনের বিনিয়োগ সাধারণ বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী বিনিয়োগে আত্মবিশ্বাস জোগায়।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে