ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
Sharenews24

সূচক কমলেও খাতভিত্তিক সক্রিয়তায় লেনদেন ঊর্ধ্বমুখী

২০২৬ জানুয়ারি ১৫ ১৬:৪১:১৯
সূচক কমলেও খাতভিত্তিক সক্রিয়তায় লেনদেন ঊর্ধ্বমুখী

নিজস্ব প্রতিবেদক: আজ (১৫ জানুয়ারি, ২০২৬) শেয়ারবাজারে সূচকের সামান্য পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হলেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমলেও মোট লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় বৃদ্ধি পেয়েছে। আজ ডিএসইতে প্রায় ৩৭৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় প্রায় ১০ কোটি ১৩ লাখ টাকা বেশি। বাজার পর্যালোচনায় দেখা যায়, এই লেনদেন বৃদ্ধিতে ৯টি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

যেসব খাতে লেনদেন বেড়েছে সেগুলো হলো—ওষুধ ও রসায়ন, বস্ত্র, ব্যাংক, বিদ্যুৎ ও জ্বালানি, লাইফ ইন্স্যুরেন্স, টেলিকমিউনিকেশন, কাগজ ও প্রকাশনা, চামড়া এবং আর্থিক খাত।

লেনদেনের দিক থেকে সর্বোচ্চ অবস্থানে ছিল ওষুধ ও রসায়ন খাত। আজ এই খাতে মোট ৫৭ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের ১৬.১৮ শতাংশ। আগের দিনের তুলনায় খাতটির লেনদেন বেড়েছে ২ কোটি ১৩ লাখ টাকা। এ খাতের কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ারেই সর্বোচ্চ ১৯ কোটি ১৭ লাখ ৫৩ হাজার টাকার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বস্ত্র খাতে। আজ এই খাতে ৪৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ১২.১৫ শতাংশ। আগের দিনের তুলনায় বস্ত্র খাতে লেনদেন বেড়েছে ৬ কোটি ৫৯ লাখ টাকা। খাতটির মধ্যে এপেক্স স্পিনিংয়ের শেয়ারেই সর্বোচ্চ ৬ কোটি ৯০ লাখ ৪০ হাজার টাকার লেনদেন হয়েছে।

তৃতীয় অবস্থানে রয়েছে ব্যাংক খাত। আজ ডিএসইতে এই খাতে ৩৯ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ১১.২৬ শতাংশ। আগের দিনের তুলনায় ব্যাংক খাতে লেনদেন বেড়েছে ৭ কোটি ১৩ লাখ টাকা। এ খাতের মধ্যে সিটি ব্যাংকের শেয়ারেই সর্বোচ্চ ১১ কোটি ২২ লাখ ৯৫ হাজার টাকার লেনদেন হয়েছে।

এছাড়া অন্যান্য খাতের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ২২ কোটি ৭ লাখ টাকা, লাইফ ইন্স্যুরেন্স খাতে ২১ কোটি ৮১ লাখ টাকা, টেলিকমিউনিকেশন খাতে ৮ কোটি ৬১ লাখ টাকা, কাগজ ও প্রকাশনা খাতে ৭ কোটি ৮৪ লাখ টাকা, চামড়া খাতে ৭ কোটি ৬৭ লাখ টাকা এবং আর্থিক খাতে ৫ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে