ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সরকারি চাকরিদের জন্য বড় সুখবর!

২০২৫ ডিসেম্বর ৩০ ১৬:২৬:৪০
সরকারি চাকরিদের জন্য বড় সুখবর!

নিজস্ব প্রতিবেদক : নবম জাতীয় পে–স্কেলে সরকারি কর্মচারীদের জন্য গ্রেড সংখ্যা নির্ধারণ নিয়ে কমিশনের সদস্যদের মধ্যে এখনও বিভিন্ন মতামত রয়েছে। আগামী বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত রাষ্ট্রীয় শোক ও ছুটির কারণে বৈঠকের তারিখ পরিবর্তিত হতে পারে।

পে–কমিশনের একাংশের মতে, বিদ্যমান ২০টি গ্রেড অপরিবর্তিত রেখে যৌক্তিক হারে বেতন ও ভাতা বৃদ্ধির সুপারিশ করা উচিত। অন্যদিকে, কিছু সদস্য চাচ্ছেন গ্রেড সংখ্যা কমিয়ে ১৬ বা ১৪টি করার প্রস্তাব রাখা হোক। তাদের যুক্তি, গ্রেড সংখ্যা বেশি থাকলে বেতনের বৈষম্য বাড়তে পারে।

কমিশনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, গ্রেড সংখ্যা নির্ধারণে এখনো ঐকমত্য হয়নি। বৈঠকে এই বিষয়ে আলোচনা হবে এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন নির্ধারণসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গত জুলাইয়ে নবম পে–স্কেলের প্রস্তাবনা প্রণয়নের জন্য পে–কমিশন গঠন করা হয়। ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও কর্মচারীরা ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন গেজেট প্রকাশের দাবি জানিয়েছিলেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে