ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

শাড়ির ভাঁজে লুকানো ব্যক্তিত্ব—খালেদা জিয়ার নীরব রুচির গল্প

২০২৫ ডিসেম্বর ৩০ ১৫:৫৩:৩২
শাড়ির ভাঁজে লুকানো ব্যক্তিত্ব—খালেদা জিয়ার নীরব রুচির গল্প

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাজনীতিতে পোশাক অনেক সময় কেবল ব্যক্তিগত রুচির প্রকাশ নয়, বরং হয়ে ওঠে ব্যক্তিত্ব ও দর্শনের নীরব ভাষা। এই দিক থেকে বেগম খালেদা জিয়ার শাড়ি নির্বাচন ছিল ব্যতিক্রমী ও অর্থবহ। তার পছন্দের শাড়ির তালিকায় বিশেষভাবে জায়গা করে নিয়েছিল ইতালি শিফন ও জর্জেট।

ক্ষমতার শীর্ষে থেকেও তিনি কখনো ঝলমলে বা আড়ম্বরপূর্ণ পোশাকে নিজেকে উপস্থাপন করেননি। বরং সংযত, মার্জিত ও পরিমিত পোশাকেই ছিল তার স্বাচ্ছন্দ্য। হালকা, নরম ও প্রবাহমান ইতালি শিফন এবং জর্জেট শাড়ি তার এই রুচিরই প্রতিফলন।

জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠানে তাকে প্রায়ই দেখা যেত হালকা রঙের ইতালি শিফন শাড়িতে—ক্রিম, ছাই, হালকা নীল কিংবা মৃদু গোলাপি রঙে। এসব রঙ যেমন শান্ত, তেমনি দৃঢ় উপস্থিতির জানান দিত। তার শাড়িতে থাকত না ভারী কাজ বা অতিরিক্ত অলংকার—ছিল সরলতা ও মর্যাদার মেলবন্ধন।

ইতালি শিফন শাড়ি যেমন আরামদায়ক, তেমনি রাজকীয় সৌম্যতায় ভরপুর। দীর্ঘ সময়ের রাষ্ট্রীয় কর্মসূচি বা সফরে এই শাড়ি ছিল তার জন্য উপযোগী। অন্যদিকে জর্জেট শাড়ি ছিল দৈনন্দিন আনুষ্ঠানিকতার নির্ভরযোগ্য পছন্দ—টেকসই, হালকা এবং সহজ সৌন্দর্যের প্রতীক।

খালেদা জিয়ার শাড়ি নির্বাচন প্রমাণ করে, ক্ষমতা মানেই জাঁকজমক নয়। বরং দায়িত্ব, সংযম ও ব্যক্তিত্বের প্রকাশই ছিল তার পোশাক দর্শনের মূল কথা। ইতালি শিফন ও জর্জেট শাড়ির নরম ভাঁজে যেন লেখা ছিল এক দৃঢ়, আত্মমর্যাদাশীল নারীর গল্প—যিনি শব্দের চেয়ে নীরবতার শক্তিতে বেশি বিশ্বাস করতেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে