ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

জমি দখল নিয়ে সংঘর্ষ, নি-হ-ত ৫

২০২৫ ডিসেম্বর ২৩ ১৮:৫৯:৩১
জমি দখল নিয়ে সংঘর্ষ, নি-হ-ত ৫

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর হাতিয়া জেলায় জমি সংক্রান্ত বিরোধে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জাগলার চর এলাকায় এ ঘটনা ঘটে।

হাতিয়ার কোষ্টগার্ডের মিডিয়া লে. কমান্ডার আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে নিহতদের সংখ্যা বাড়তে পারে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, জাগলার চরের জমি এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কাউকে অনুমোদন দেওয়া হয়নি। ৫ আগস্টের পর জাহাজমারা ইউনিয়নের কোপা সামছু বাহিনী চরের বেশ কিছু জমি বিক্রি শুরু করে। এর পর সুখচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনীও জমি দখল নিতে আগ্রহী হয়ে ওঠে। উভয় পক্ষ পৃথকভাবে জমি বিক্রির চেষ্টা চালায়, যা তাদের মধ্যে বিরোধের সূত্রপাত ঘটায়।

অভিযোগ রয়েছে, চর দখলের এই যুদ্ধে ডাকাত আলাউদ্দিন সুখচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বেলায়েত হোসেন সেলিম, আওয়ামী লীগ নেতা নিজাম মেম্বার ও বিএনপি নেতা নবীর সঙ্গে আঁতাত করে কোপা সামছু বাহিনীকে চরের জমি থেকে বিতাড়িত করে।

ঘটনার দিন দুই গ্রুপ মুখোমুখি অবস্থানে এসে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে। এতে আলাউদ্দিনসহ চারজন গুরুতর আহত হন। পরে আলাউদ্দিনকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর চারজনের মরদেহ ঘটনাস্থলেই পড়ে ছিল।

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল আলম জানিয়েছেন, দুর্গম চরাঞ্চলের কারণে বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সুখচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বেলায়েত হোসেন সেলিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে