ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

অবশেষে খালেদা জিয়াকে নিয়ে মিললো সুখবর

২০২৫ ডিসেম্বর ০৬ ১০:০৩:০৮
অবশেষে খালেদা জিয়াকে নিয়ে মিললো সুখবর

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় এসেছে স্বস্তির খবর। গতকাল শুক্রবার সন্ধ্যায় তার এন্ডোস্কোপি সম্পন্ন হওয়ার পর চিকিৎসকেরা জানান, রক্তক্ষরণ সফলভাবে নিয়ন্ত্রণে এসেছে। একই সঙ্গে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর প্রস্তুতিও চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। কাতার থেকে আনা বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আজ ঢাকায় পৌঁছাবে।

বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন শুক্রবার রাতে গণমাধ্যমকে জানান, প্রফেসর ডা. এ কিউ এম মহসিনের তত্ত্বাবধানে বিকেল ৪টায় এন্ডোস্কোপি করা হয়। রিপোর্টে দেখা গেছে তার পাকস্থলীর রক্তক্ষরণ সফলভাবে বন্ধ হয়েছে, যা তার সার্বিক স্বাস্থ্যের জন্য একটি ইতিবাচক অগ্রগতি।

বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে। আজ শনিবার দুটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হচ্ছে—

১. ডা. জুবাইদা রহমান ঢাকায়

আজ বেলা পৌনে ১১টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-৩০২ ফ্লাইটে লন্ডন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান। তিনি বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে যান।

২. কাতারের বিশেষ ব্যবস্থায় এয়ার অ্যাম্বুলেন্স

ঢাকাস্থ কাতার দূতাবাস নিশ্চিত করেছে যে, কাতারের আমিরের বিশেষ ব্যবস্থাপনায় জার্মানি থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্স আজ শনিবার বিকেল ৫টায় ঢাকায় অবতরণ করবে।

জানা গেছে, সব প্রস্তুতি সম্পন্ন হলে আগামীকাল রোববার (৭ ডিসেম্বর) বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের উদ্দেশে রওনা দেবে।

বেগম জিয়ার বিদেশযাত্রায় সঙ্গে থাকছেন—ডা. জুবাইদা রহমান, সৈয়দা শামিলা রহমান (প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী), মেডিক্যাল বোর্ডের সদস্যরা, নিরাপত্তা কর্মকর্তারা

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে