ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বছরের সর্বোচ্চ চূড়ায় চার কোম্পানির শেয়ার

২০২৫ ডিসেম্বর ০৬ ০৭:৪৬:০৬
বছরের সর্বোচ্চ চূড়ায় চার কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক: গত এক বছরের মধ্যে সর্বোচ্চ দামে লেনদেন হয়েছে শেয়ারবাজারের চার কোম্পানির শেয়ার। বাজারে দামের এমন উত্থান বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করলেও, কোম্পানিগুলোর মৌলভিত্তি ও ডিভিডেন্ড ইতিহাস নিয়ে প্রশ্নও তৈরি করেছে। যে চার কোম্পানির শেয়ার বছরের সর্বোচ্চ দামে লেনদেন হচ্ছে, সেগুলো হলো- সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ডমিনেজ স্টিল, ফাইন ফুড ও জিলবাংলা সুগার মিলস।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সিটি জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ৭৭ টাকা ২০ পয়সায়, ডমিনেজ স্টিল ২৫ টাকা ৪০ পয়সায়, ফাইন ফুড ৩২৫ টাকা ৮০ পয়সায় এবং জিলবাংলা সুগার ১৩২ টাকা ১০ পয়সায়। সবগুলোই গত এক বছরের সর্বোচ্চ মূল্য স্পর্শ করেছে।

তবে দামের এ উল্লম্ফন সত্ত্বেও কোম্পানিগুলোর ডিভিডেন্ড ইতিহাস বিনিয়োগকারীদের মধ্যে সংশয় তৈরি করছে। সর্বশেষ অর্থবছরে সিটি জেনারেল ইন্স্যুরেন্স দিয়েছে ১০ শতাংশ ক্যাশ, ডমিনেজ স্টিল দিয়েছে মাত্র ০.৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড, ফাইন ফুড দিয়েছে ১৪ শতাংশ ক্যাশ—যা তুলনামূলকভাবে ভালো হলেও শেয়ারদরের বর্তমান অবস্থানের তুলনায় সীমিত। অন্যদিকে জিলবাংলা সুগার দীর্ঘদিন ধরেই ডিভিডেন্ড না দেওয়ার তালিকায় অবস্থান করছে।

বিশ্লেষকদের মতে, দামের উত্থান সবসময় মৌলভিত্তির প্রতিফলন নয়। বছরের সর্বোচ্চ দামে লেনদেন বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় মনে হলেও, ডিভিডেন্ড ও আর্থিক অবস্থা বিবেচনায় কোম্পানিগুলো ঝুঁকিপূর্ণও হতে পারে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে