ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

পতনের বাজারে ‘জেড’-এর ৭ শেয়ারে ব্যতিক্রমী রিটার্ন

২০২৫ ডিসেম্বর ০৬ ০৭:৩১:৪৪
পতনের বাজারে ‘জেড’-এর ৭ শেয়ারে ব্যতিক্রমী রিটার্ন

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (৩০ নভেম্বর-০৪ ডিসেম্বর) সামগ্রিকভাবে শেয়ারবাজারে দরপতন ঘটলেও ‘জেড’ ক্যাটাগরির সাত কোম্পানি উল্টো বিনিয়োগকারীদের জন্য এনে দিয়েছে ব্যতিক্রমী রিটার্ন। বহুদিন ধরে লোকসান ও ডিভিডেন্ডহীন অবস্থায় থাকা এসব প্রতিষ্ঠান সপ্তাহজুড়ে বাজারে সবচেয়ে বেশি মুনাফা দিয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, জিলবাংলা সুগার, স্ট্যান্ডার্ড সিরামিক, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, বিডি ওয়েল্ডিং, তাল্লু স্পিনিং, নর্দার্ন জুট ও রেনইউক যজেনশ্বর লিমিটেড—এই সাত কোম্পানি সপ্তাহে বিনিয়োগকারীদের ৬০ শতাংশ থেকে ৯ শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে।

এর মধ্যে সবচেয়ে বড় চমক দেখিয়েছে জিলবাংলা সুগার, যার শেয়ারদর এক সপ্তাহেই বেড়েছে ৬০.৩২ শতাংশ। এরপর স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ার দাম বেড়েছে ১৭.৬৬ শতাংশ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ১৩.৪১ শতাংশ, বিডি ওয়েল্ডিং ১২.৫০ শতাংশ, তাল্লু স্পিনিং ৯.৮০ শতাংশ, নর্দার্ন জুট ৯ শতাংশ এবং রেনইউক যজেনশ্বর বেড়েছে ৮.৮০ শতাংশ।

বাজারে সামগ্রিক মন্দার মধ্যেও এই উত্থান বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে। যদিও কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে ডিভিডেন্ড দেয় না এবং ধারাবাহিক লোকসানে রয়েছে, তবু স্বল্পমেয়াদি লেনদেনে কোম্পানিগুলো বিনিয়োগকারীদের নজর কেড়েছে।

বিশ্লেষকদের মতে, ছোট ক্যাপ ও জেড ক্যাটাগরির শেয়ারগুলোতে মাঝে মাঝে এমন স্বল্পমেয়াদি স্পাইক দেখা যায়, যা ঝুঁকিপূর্ণ হলেও দ্রুত রিটার্নের খোঁজে থাকা বিনিয়োগকারীদের আকৃষ্ট করে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে