ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সরকারি কর্মচারীদের নতুন ঘোষণা

২০২৫ ডিসেম্বর ০৫ ১৮:৫৭:০৯
সরকারি কর্মচারীদের নতুন ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে শুক্রবার (৫ ডিসেম্বর) জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মচারীরা আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ এবং জানুয়ারি থেকে তা কার্যকর করার দাবি জানিয়েছেন।

সমাবেশে ১:৪ অনুপাতে ১২তম গ্রেডের সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণের জোর দাবি তোলা হয়। সরকারি কর্মচারীরা বলেন, ২০১৫ সালের পর কোনো বেতন বৃদ্ধি হয়নি, অথচ নিত্যপণ্যের দাম বহুগুণ বেড়েছে।

মহাসমাবেশে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতি আবু নাসির খান বলেন, “বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি পাঁচ বছর অন্তর সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হলেও, বাস্তবে তা হয়নি। এই অসামঞ্জস্য দূর করতে নবম পে-স্কেল অবিলম্বে বাস্তবায়ন করা উচিত।”

সমাবেশে অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন মো. বাদিউল কবির, মো. মাহমুদুল হাসান, র‌বিউল জোয়াদ্দার, মো. লুৎফর রহমান, আ. হান্নান, মো. বেলাল হোসেন ও খায়ের আহমেদ মজুমদার।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে