ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

মিরপুর চিড়িয়াখানায় আতঙ্ক: সিংহ খাঁচা ভেঙে বের হয়ে গেল

২০২৫ ডিসেম্বর ০৫ ১৮:৫১:৫৬
মিরপুর চিড়িয়াখানায় আতঙ্ক: সিংহ খাঁচা ভেঙে বের হয়ে গেল

নিজস্ব প্রতিবেদক : ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে একটি সিংহ বের হয়ে গেছে বলে নিশ্চিত করেছেন চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে সিংহটি খাঁচা থেকে বেরিয়ে যাওয়ার ঘটনা ঘটে।

পরিচালকের মতে, সিংহটি সম্ভবত দরজা দিয়ে বেরিয়েছে, কারণ খাঁচায় কোনো ভাঙাচোরা বা ফাঁকা গ্রিলের চিহ্ন নেই। তিনি বলেন, “হয়তো তালা ঠিকভাবে লাগানো ছিল না।”

তদন্ত চলছে, তবে সিংহটি চিড়িয়াখানার ভেতরে অবস্থান করছে। তার গতিবিধি পর্যবেক্ষণ করে নিরাপদে ধরে রাখার চেষ্টা চলছে। চিড়িয়াখানার দর্শনার্থীরা ইতোমধ্যেই নিরাপদভাবে বেরিয়ে গেছেন।

রফিকুল ইসলাম তালুকদার জানান, রাতেই তদন্ত কমিটি গঠন করা হবে। বর্তমানে জাতীয় চিড়িয়াখানায় পাঁচটি সিংহ রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে