ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

লন্ডনে টিউলিপের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত আসছে

২০২৫ ডিসেম্বর ০১ ১০:১৫:২২
লন্ডনে টিউলিপের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত আসছে

নিজস্ব প্রতিবেদক : পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে করা মামলার রায় আজ সোমবার ঘোষণা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা এবং ভাগনি যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকসহ মোট ১৭ জনের বিরুদ্ধে এ মামলা চলছে। অভিযোগ প্রমাণিত হলে টিউলিপ সিদ্দিকের সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড হতে পারে।

ডেইলি মেইল জানিয়েছে, ৪৩ বছর বয়সী টিউলিপের বিরুদ্ধে অভিযোগ— তিনি শেখ হাসিনার প্রভাব ব্যবহার করে তাঁর মা শেখ রেহানা, বড় ভাই রাদওয়ান ও বোন আজমিনার জন্য পূর্বাচলে প্লট বরাদ্দ নিশ্চিত করেন। তবে টিউলিপ সিদ্দিক শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন।

দোষী সাব্যস্ত হয়ে দীর্ঘমেয়াদি কারাদণ্ড হলে যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড ও হাইগেট থেকে নির্বাচিত এই এমপির পদ ছাড়ার দাবি আবারও জোরালো হতে পারে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে দুর্নীতির অভিযোগ উঠলে তিনি সিটি মিনিস্টারের পদ ছাড়তে বাধ্য হন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে ৪০০ কোটি পাউন্ড আত্মসাতের অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর ডেইলি মেইলের প্রতিবেদন ঘিরে তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন।

এ সময় আরেকটি অভিযোগ আলোচনায় আসে— লন্ডনের কিংস ক্রস এলাকায় যে ফ্ল্যাটে টিউলিপ থাকেন, সেটি তিনি বাবা–মায়ের দেওয়া উপহার বলেছিলেন। পরে জানা যায়, ফ্ল্যাটটি তাঁকে উপহার দেন তাঁর খালার এক রাজনৈতিক সহযোগী। এতে তাঁর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠে।

এদিকে বাংলাদেশে টিউলিপ সিদ্দিকের বিচারিক প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেছেন কয়েকজন ব্রিটিশ আইনজীবী। তাদের দাবি, মামলার কার্যক্রম আন্তর্জাতিকভাবে স্বীকৃত ন্যায্য বিচারের মানদণ্ড পূরণ করছে না।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে