ঢাকা, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
Sharenews24

আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

২০২৫ নভেম্বর ২৮ ১৩:৫৯:৫২
আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র শুক্রবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় বিশেষ সামরিক ফ্লাইটে ৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে। তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বিমানবন্দর কর্তৃপক্ষের সহায়তায় ব্র্যাক তাৎক্ষণিক সেবা ও পরিবহন সুবিধা প্রদান করেছে।

ফেরত আসা যাত্রীদের মধ্যে সর্বাধিক ২৬ জন নোয়াখালী থেকে। এছাড়া কুমিল্লা, সিলেট, ফেনী ও লক্ষ্মীপুরের দুইজন করে এবং চট্টগ্রাম, গাজীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ ও নরসিংদীর একজন করে রয়েছেন। চলতি বছরে যুক্তরাষ্ট্র মোট ১৮৭ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম জানায়, ফেরত আসা ৩৯ জনের মধ্যে ৩৪ জন আগে বৈধভাবে ব্রাজিল গিয়েছিলেন, পরে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছিলেন। বাকি পাঁচজনের মধ্যে দু’জন সরাসরি যুক্তরাষ্ট্রে এবং তিনজন দক্ষিণ আফ্রিকা হয়ে গিয়েছিলেন। তাদের প্রত্যাবাসন আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান প্রশ্ন তুলেছেন, “যারা ৩০–৩৫ লাখ টাকা খরচ করে শূন্য হাতে দেশে ফিরলেন, এর দায় কার? এজেন্সি এবং অনুমোদন প্রক্রিয়ার দায়ীদের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন।”

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অবৈধ অভিবাসী প্রত্যাবাসন কার্যক্রম আরও কঠোর হয়েছে। চলতি বছরে চার্টার্ড ও সামরিক ফ্লাইটের মাধ্যমে দ্রুত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিককে ফেরত পাঠানো হচ্ছে। ২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত ফেরত পাঠানো বাংলাদেশির সংখ্যা ২২০-এরও বেশি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে