ঢাকা, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
Sharenews24

আরেকটি ফাটলরেখার সন্ধান, ৬ মাত্রায় ভূমিকম্পের শঙ্কা

২০২৫ নভেম্বর ২৮ ১১:২৭:৩২
আরেকটি ফাটলরেখার সন্ধান, ৬ মাত্রায় ভূমিকম্পের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : ভূমিকম্প গবেষকরা নতুনভাবে সক্রিয় ফাটলরেখা আবিষ্কার করেছেন, যা বাংলাদেশের জামালপুর ও ময়মনসিংহ থেকে ভারতের কলকাতা পর্যন্ত প্রায় ৪০০ কিলোমিটার বিস্তৃত। গবেষকরা ফাটলটিকে তিন ভাগে ভাগ করেছেন—এক অংশে স্বল্প মাত্রার, আরেক অংশে উচ্চ মাত্রার ভূমিকম্পের ঝুঁকি রয়েছে। তৃতীয় অংশে ভূমিকম্পের সম্ভাবনা নেই। ধারণা করা হচ্ছে, এটি সর্বোচ্চ ৬ মাত্রার ভূমিকম্প উৎপন্ন করতে পারে।

গবেষণায় নেতৃত্ব দেন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের উপপরিচালক আক্তারুল আহসান, যিনি যুক্তরাষ্ট্র, ফ্রান্স, তুরস্ক ও বাংলাদেশের গবেষকদের সঙ্গে কাজ করেছেন। আক্তারুল আহসান জানান, গবেষণার বিস্তারিত ফলাফল ডিসেম্বর ১৪-১৯ তারিখে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় অনুষ্ঠিত আন্তর্জাতিক জিওফিজিক্যাল সম্মেলনে উপস্থাপন করা হবে।

গবেষণায় দেখা গেছে, নতুন ফাটলরেখার জন্ম ৫ কোটি ৬০ লাখ বছর আগে এবং এটি মায়োসিন যুগে প্রায় ২ কোটি ৩০ লাখ বছর নিষ্ক্রিয় ছিল। প্রায় ৫৬ লাখ বছর আগে ভারতীয় ও ইউরেশিয়ান প্লেটের চাপের ফলে এটি আবার সক্রিয় হয়েছে।

ফাটলরেখার সঙ্গে বড় মাত্রার কয়েকটি ভূমিকম্পের সম্পর্কও পাওয়া গেছে। বিশেষত, ১৮৮৫ সালের বেঙ্গল আর্থকোয়েক এবং ১৯২৩ সালের ময়মনসিংহ-কিশোরগঞ্জ ভূমিকম্প নতুন ফাটলের সঙ্গে যুক্ত বলে গবেষকরা জানিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফুল আলম বলেন, “ফাটলরেখা থাকা মানেই সর্বদা উচ্চমাত্রার ভূমিকম্প হবে, তা বলা যায় না। তবে আরও গবেষণার মাধ্যমে আরও ফাটলরেখার সন্ধান পাওয়া সম্ভব।”

বাংলাদেশে সম্প্রতি ২১ ও ২২ নভেম্বর দুই দিনে চার দফা ভূমিকম্পে ১০ জনের মৃত্যু হয়েছে। এই আবিষ্কৃত ফাটলরেখা এবং পূর্বের ভূমিকম্পগুলোর তথ্য ভূমিকম্প ঝুঁকি মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে