ঢাকা, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
Sharenews24

বিএনপির ভেতরে অগ্নুৎপাত, সংঘাতে দুই শীর্ষ নেতা

২০২৫ নভেম্বর ২৮ ১০:৪০:৪৯
বিএনপির ভেতরে অগ্নুৎপাত, সংঘাতে দুই শীর্ষ নেতা

নিজস্ব প্রতিবেদক : সিলেট-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এমএ মালিককে নিয়ে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরও তীব্র হচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিনিধি পাঠিয়ে ও ফোন করে ঐক্যের নির্দেশ দিলেও বঞ্চিত নেতারা প্রার্থী রিভিউর দাবি থেকে সরে আসছেন না। এতে অস্বস্তিতে পড়েছেন মনোনয়ন পাওয়া যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও খালেদা জিয়ার উপদেষ্টা এমএ মালিক।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও প্রবাসী ব্যারিস্টার এমএ সালাম অভিযোগ করে বলেন, মনোনীত প্রার্থীর কয়েকজন সমর্থক তৃণমূল নেতাকর্মীদের পদ-পদবি কেড়ে নেওয়ার হুমকি দিচ্ছেন। এটি সাংগঠনিক শৃঙ্খলার প্রতি সরাসরি চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে এমএ মালিক এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তিনি শুধু বলেন, “বিষয়টি দল দেখবে।”

দলের তৃণমূল নেতা-কর্মীরা জানান, দীর্ঘদিন মাঠে সক্রিয় থাকা নেতাদের বাদ দিয়ে প্রবাসীদের মনোনয়ন দেওয়াই বিরোধের মূল কারণ।তাদের ভাষ্য— এমএ মালিক গত ১৯ বছর দেশে আসেননি, সালামও প্রবাসী। কিন্তু এর মধ্যেই দীর্ঘদিন নিপীড়ন-নির্যাতন সহ্য করে থাকা স্থানীয় নেতাকর্মীরা উপেক্ষিত।

তাদের মতে—জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী,,ত্যাগী নেতা আব্দুল আহাদ খান জামাল, মাঠে সবসময় সক্রিয় থেকেও মূল্যায়ন পাননি।

তবে মালিকপক্ষের দাবি, দেশের বাইরে থেকেও তিনি দলের জন্য নিরলস পরিশ্রম করেছেন। সালামপক্ষ বলছে, তিনি এলাকায় শিক্ষা, ক্রীড়া ও সমাজসেবায় ভূমিকা রাখছেন।

সিলেট-৩ আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন পাঁচজন—এমএ মালিক (মনোনীত),ব্যারিস্টার এমএ সালাম,আব্দুল কাইয়ুম চৌধুরী,আব্দুল আহাদ খান জামাল,ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনান, প্রার্থী ঘোষণার পর থেকেই রিভিউর দাবি জোরালো হতে থাকে।

যদিও মালিক মনোনীত হওয়ার পর আব্দুল আহাদ খান জামাল তার প্রতি সমর্থন জানান। অন্যদিকে ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনান কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়েন। বর্তমানে মাঠে রয়েছেন কাইয়ুম চৌধুরী ও ব্যারিস্টার সালাম।

মনোনয়ন ঘোষণার পর কাইয়ুম চৌধুরী বিশাল শোডাউন করেন; সালামপক্ষও নিয়মিত শোডাউন করছে। রোববার সিলাম ইউনিয়নে এক সমাবেশে সালাম অভিযোগ করেন— মনোনীত প্রার্থীর লোকজন তৃণমূল নেতাদের পদ-পদবি না রাখার হুমকি দিচ্ছেন।

এদিকে দক্ষিণ সুরমায় মালিকের বড় শোডাউন কেন্দ্রেও নতুন বিতর্ক তৈরি হয়েছে। সালাম ও কাইয়ুমের অনুসারীরা অভিযোগ করছেন— নিজের এলাকায় জনসমর্থন না থাকার কারণে অন্য আসন থেকে ভাড়াটে লোক এনে শোডাউন করেছেন মালিক।

দলের অভিজ্ঞ ও ত্যাগী নেতারা বলছেন, মনোনয়ন কেন্দ্রের অধিকার হলেও নির্বাচনে জয়লাভের জন্য তৃণমূলই প্রধান শক্তি। তাদের না খেপিয়ে ঐক্যের মাধ্যমে মাঠে নামাই হবে সবচেয়ে কার্যকর পথ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে