ঢাকা, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
Sharenews24

একটানা পাঁচ ম্যাচ খেলবে ব্রাজিল-আর্জেন্টিনা, সূচি প্রকাশ

২০২৫ নভেম্বর ২৮ ১০:২৮:৫৩
একটানা পাঁচ ম্যাচ খেলবে ব্রাজিল-আর্জেন্টিনা, সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : ব্রাজিল–আর্জেন্টিনা নাম শুনলেই ফুটবলের উত্তাপ যেন জড়িয়ে ধরে সারা বিশ্বকে। এবার সেই রোমাঞ্চ দেখা যাবে ক্রিকেট মাঠে। দুই দেশের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে শুক্রবার (২৮ নভেম্বর) আর্জেন্টিনায়।

আর্জেন্টিনা সফরে থাকা ব্রাজিল প্রথম ম্যাচ খেলবে শুক্রবার। একই দিনে সকাল ১০টায় দ্বিতীয় টি-টোয়েন্টি এবং বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে তৃতীয় ম্যাচ। সিরিজের শেষ দুটি ম্যাচ (চতুর্থ ও পঞ্চম) অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর, যথাক্রমে সকাল ১০টা ও বিকেল ৩টায়।

আর্জেন্টিনার নেতৃত্বে থাকছেন ডানহাতি ব্যাটার রোমারিও এসকোবার। অন্যদিকে ব্রাজিলের নেতৃত্ব দেবেন ফেলিপে ইজিদোরো অসুনসাও, যার টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে প্রায় ১১টি।

সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার হোম ভেন্যু ক্লাব সান আলবায়ানোতে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে