ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
Sharenews24

মারিকো’র সেরা উদ্ভাবক ‘টিম জিনক্সড’

২০২৫ নভেম্বর ২৬ ১৯:০৭:১২
মারিকো’র সেরা উদ্ভাবক ‘টিম জিনক্সড’

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি মারিকো বাংলাদেশ তাদের ফ্ল্যাগশিপ ক্যাম্পাসভিত্তিক পণ্য উদ্ভাবন প্রতিযোগিতা ‘ওভার দ্য ওয়াল’-এর চতুর্থ আসরের সমাপ্তি ঘোষণা করেছে। এই বছর প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি) থেকে আসা ‘টিম জিনক্সড’। এবারের প্রতিযোগিতার মূল থিম ছিল ‘উদ্ভাবনে প্রভাব’, যেখানে ব্যক্তিগত পরিচর্যা শিল্পের জন্য বাস্তবসম্মত এবং উদ্ভাবন-চালিত সমাধান তৈরি করার ওপর জোর দেওয়া হয়।

মারিকো বাংলাদেশ জানিয়েছে, এই বছর প্রতিযোগিতায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ দেখা গেছে। দেশের ৪৫টিরও বেশি ক্যাম্পাস থেকে ৬ হাজারের বেশি শিক্ষার্থী এতে নাম নথিভুক্ত করেছিল। একাধিক ধাপে জমা দেওয়া আইডিয়া, ডেভেলপমেন্ট সেশন এবং নিবিড় পরামর্শ প্রক্রিয়ার পর সেরা ছয়টি দল ঢাকায় অনুষ্ঠিত গ্র্যান্ড ফাইনালে পৌঁছায়। এই ফাইনালিস্ট দলগুলো প্রযুক্তি, স্থায়িত্ব এবং ব্যবসায়িক কৌশলকে একত্রিত করে তাদের উদ্ভাবনী ধারণাগুলো বিচারকদের সামনে উপস্থাপন করে।

প্রতিযোগিতায় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর ‘টিম উপস উই ট্রাইড’ প্রথম রানার-আপ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘টিম দ্য ল্যানিস্টারস’ দ্বিতীয় রানার-আপ হয়েছে। চ্যাম্পিয়ন দলসহ তিনটি বিজয়ী দলকেই মারিকো বাংলাদেশ থেকে মূল্যবান পুরস্কারের অর্থ প্রদান করা হয়েছে।

এই সাফল্যের ধারাবাহিকতায়, চ্যাম্পিয়ন দলটি গত বছরের বিজয়ীদের মতো মারিকোর যেকোনো একটি আন্তর্জাতিক অফিসে ইন্টার্নশিপের সুযোগ পাবে, যা তাদের বিশ্বব্যাপী কাজের অভিজ্ঞতা দেবে।

এছাড়া, প্রথম ও দ্বিতীয় রানার-আপ দল দুটি মারিকো বাংলাদেশে ইন্টার্নশিপ করার সুযোগ পাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এই তিনটি বিজয়ী দলই ডিসেম্বরে অনুষ্ঠিতব্য গ্লোবাল গ্র্যান্ড ফাইনালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

চূড়ান্ত পর্বের বিচারক প্যানেলে ছিলেন মারিকো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সুমিতভা বাসু, কিকমেকার্স কনসাল্টিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার স্বনন শাহরিয়ার এবং সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এমএইচএম ফাইরোজ।

মারিকো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সুমিতভা বাসু বলেন, “'ওভার দ্য ওয়াল' নিছক একটি প্রতিযোগিতা নয়, এটি তরুণ উদ্ভাবকদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তারা সাহসের সঙ্গে স্বপ্ন দেখতে পারে এবং দায়িত্বের সঙ্গে তা বাস্তবায়ন করতে পারে।”

তিনি আরও যোগ করেন, প্রতিযোগীরা যে সৃজনশীলতা ও উদ্দেশ্য দেখিয়েছে, মারিকো তাদের এই যাত্রার অংশ হতে পেরে গর্বিত। কোম্পানির মানবসম্পদ পরিচালক কেএম সাব্বির আহমেদ বলেন, এই প্রতিযোগিতা তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার উচ্চাকাঙ্ক্ষাকে উৎসাহিত করে এবং ভবিষ্যতের নেতা গঠনে সহায়তা করে। তিনি মনে করেন, এবারের থিম ‘উদ্ভাবনে প্রভাব’ আসলে দায়িত্বশীলতার সঙ্গে উদ্ভাবনকে যুক্ত করার মারিকো'র লক্ষ্যকেই তুলে ধরেছে।

মারিকো বাংলাদেশ জানিয়েছে, সিজন ৪ সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে তারা দেশের তরুণ প্রতিভাদের লালন এবং এমন একটি উদ্যোক্তা সংস্কৃতিকে উৎসাহিত করার প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে, যা দেশের দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি ও পরিবর্তনে সহায়তা করতে পারে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে