ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
Sharenews24

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: ২য় টেস্ট, লজ্জাজনক হার ভারতের-দেখুন ফলাফল

২০২৫ নভেম্বর ২৬ ১৫:২৭:৫৫
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: ২য় টেস্ট, লজ্জাজনক হার ভারতের-দেখুন ফলাফল

সরকার ফারাবী: ঘরের মাঠে আবারও বড় ধাক্কা খেল ভারত। গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪০ রানে গুটিয়ে গিয়ে ৪০৮ রানের বিশাল ব্যবধানে দক্ষিণ আফ্রিকার কাছে হারল তারা। ফলে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়ে মাঠ ছাড়তে হলো রোহিত শর্মার দলকে।

এই পরাজয় ভারতের টেস্ট ইতিহাসে রানের ব্যবধানে সর্বকালের সবচেয়ে বড় হার। এর আগে ২০০৪ সালের নাগপুর টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৩৪২ রানে হার ছিল তাদের সর্বোচ্চ। প্রায় ২১ বছর পর সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখল প্রোটিয়ারা।

শেষ দিনে ভারতের সামনে ছিল কঠিন সমীকরণ ৮ উইকেট হাতে রেখে পুরো ৯০ ওভার খেলতে হবে। তবে প্রথম সেশন পেরোতেই ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ। মাত্র ৪৮ ওভার টিকেই অলআউট হয়ে যায় দল, শেষ ৮ উইকেট যোগ করতে পারে মাত্র ১১৩ রান।

এই জয় দক্ষিণ আফ্রিকার জন্যও বিশেষ তাৎপর্যপূর্ণ। ভারতের মাটিতে ২৫ বছর পর টেস্ট সিরিজ জিতল তারা। সর্বশেষ ২০০০ সালে ভারত সফরে সিরিজ জিতেছিল প্রোটিয়ারা। অন্যদিকে ভারত নিজেদের মাটিতে শেষ তিন সিরিজের মধ্যে এটি তাদের দ্বিতীয় হার।

প্রথম ইনিংসে সেনুরান মুত্থুসামির দুর্দান্ত সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকা তোলে ৪৮৯ রান। জবাবে মার্কো ইয়ানসেনের ধ্বংসাত্মক শর্ট-বলের সামনে ভারত গুটিয়ে যায় ২০১ রানে। এরপর প্রোটিয়ারা দ্বিতীয় ইনিংসে ২৬০ রান তুলে ইনিংস ঘোষণা করে।

ভারতের লক্ষ্য দাঁড়ায় ৫৪৯ রান টেস্ট ইতিহাসের অন্যতম কঠিন রানচেজ। ১০৮ ওভার সময় থাকলেও চতুর্থ দিনের শেষ বিকেলেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। শেষ দিনে সেই চাপ আর কাটাতে পারেনি ভারতীয় ব্যাটাররা।

প্রোটিয়া স্পিনার সাইমন হার্মার ছিলেন ভারতের ব্যাটিং ধ্বংসের নায়ক। মাত্র ৩৭ রান দিয়ে তুলে নেন ৬ উইকেট। সহ-স্পিনার কেশব মহারাজ নেন আরও ২ উইকেট।

ভারতের হয়ে লড়াই করার চেষ্টা করেন রবীন্দ্র জাদেজা ৮৭ বলে ৫৪ রানের লড়াকু ইনিংস। সাই সুদর্শনও অনেকক্ষণ উইকেটে ছিলেন, তবে ১৩৯ বলে করেন মাত্র ১৪ রান।

ম্যাচে নতুন রেকর্ড গড়েছেন এডেন মার্করাম নন-উইকেটকিপার হিসেবে একটি টেস্টে সর্বোচ্চ ৯টি ক্যাচ নিয়েছেন তিনি।

টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে দক্ষিণ আফ্রিকা ৪ ম্যাচে ৩ জয়ে ৬৬.৬৭% পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ভারত ৯ ম্যাচে ৪ জয় নিয়ে ৫৪.১৭% পয়েন্টসহ অবস্থান করছে চার নম্বরে।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে