ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
Sharenews24

পাঁচ ব্যাংকের শেয়ার পুনর্মূল্যায়নসহ ৮ দাবিতে বিনিয়োগকারীদের বিক্ষোভ

২০২৫ নভেম্বর ১৭ ১৬:৩৯:০৬
পাঁচ ব্যাংকের শেয়ার পুনর্মূল্যায়নসহ ৮ দাবিতে বিনিয়োগকারীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের শেয়ারমূল্য দ্রুত পুনর্মূল্যায়ন, শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণসহ মোট আট দফা দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিনিয়োগকারীদের ১০টি সংগঠনের সমন্বয়ে গঠিত নতুন জোট। রবিবার দুপুরে বিএসইসি কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিনিয়োগকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাঁদের দাবি উপস্থাপন করেন।

বিক্ষোভে বক্তব্য রাখেন বিভিন্ন সংগঠনের নেতারা। তাঁরা অভিযোগ করেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এবং নতুন কমিশন ও চেয়ারম্যান যোগদানের পর থেকেই শেয়ারবাজারে ধারাবাহিক পতন হচ্ছে। সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতির জন্য অর্থ উপদেষ্টা ও বিএসইসি চেয়ারম্যানকে দায়ী করে দ্রুত অপসারণের দাবি জানানো হয়। বক্তারা বলেন, শেয়ারবাজারকে অর্থনৈতিক সংকটে ঠেলে দেওয়া সংস্থাগুলোর বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে, নইলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধন কর্মসূচির মধ্যেই ঘোষণা দেওয়া হয় নতুন বিনিয়োগকারী জোট গঠনের। জোটটি গঠিত হয়েছে ১০টি সংগঠনের সমন্বয়ে—বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টরস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ শেয়ারবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ, শেয়ারবাজার বিনিয়োগকারী জাতীয় ঐক্য ফাউন্ডেশন, বাংলাদেশ শেয়ার ইনভেস্টরস অ্যাসোসিয়েশন, আইসিবি ইনভেস্টরস ফোরাম, শেয়ারবাজার বিনিয়োগকারী সম্মিলিত পরিষদ, ক্যাপিটাল মার্কেট ইনভেস্টরস ফোরাম, শেয়ারবাজার বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত পরিষদ, শেয়ারবাজার বিনিয়োগকারী স্থিতিশীল পরিষদ এবং বাংলাদেশ শেয়ারবাজার বিনিয়োগকারী কল্যাণ পরিষদ।

জোটের সিনিয়র সমন্বয়ক এস এম ইকবাল হোসেন আন্দোলনস্থল থেকে আট দফা দাবি উপস্থাপন করেন। এসব দাবির মধ্যে রয়েছে—বিএসইসি চেয়ারম্যানের দ্রুত অপসারণ, মার্জিন ঋণ বিধিমালা-২০২৫ ও মিউচুয়াল ফান্ড বিধিমালা-২০২৫ বাতিল, একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংকের শেয়ারমূল্য দ্রুত ফেরত নিশ্চিত করা, বিনিয়োগকারী স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হওয়ার দায়ে পুরো কমিশনের পদত্যাগ, বিএসইসির ভেতরে দুর্নীতিবাজ কর্মকর্তাদের দ্রুত অপসারণ, মিউচুয়াল ফান্ডসহ শেয়ারবাজার লুটকারীদের গ্রেপ্তার এবং শেয়ারবাজার অস্থিতিশীলতা দূর না হওয়া পর্যন্ত বাজারে লেনদেন স্থগিত করা।

বিক্ষোভে অংশ নেওয়া বিনিয়োগকারীরা জানান, বর্তমান বাজার পরিস্থিতি সাধারণ বিনিয়োগকারীদের দিশেহারা করে তুলেছে। দ্রুত পদক্ষেপ না নিলে আরও বড় আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয় কর্মসূচি থেকে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে