ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
Sharenews24

৪৪৯০ টাকায় চাকরি, ইমরুল কায়েস জানালেন আসল ঘটনা

২০২৫ নভেম্বর ১৩ ১১:১৯:৩৩
৪৪৯০ টাকায় চাকরি, ইমরুল কায়েস জানালেন আসল ঘটনা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস এখন কোচিংয়ে মনোযোগী। আসন্ন বিপিএলে সিলেট ফ্র্যাঞ্চাইজির ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। তবে তার ক্রিকেটজীবনের বাইরে আরও একটি চমকপ্রদ তথ্য সম্প্রতি সামনে এসেছে—ইমরুল কায়েস নাকি মেহেরপুরের উজলপুর ডাকঘরের একজন কর্মচারী, মাসিক বেতন মাত্র ৪ হাজার ৪৯০ টাকা!

দেশের একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইমরুল কায়েসকে ২০২১ সালে তৎকালীন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের ডিও লেটার অনুযায়ী উজলপুর ডাকঘরের ইডিএ (এক্সট্রা ডিপার্টমেন্টাল এজেন্ট) পদে নিয়োগ দেওয়া হয়।

বিভাগীয় ডাক পরিদর্শক অলক কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন,“২০২১ সালে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর ডিও অনুযায়ী ইমরুল কায়েসকে ইডিএ পদে নিয়োগ দেওয়া হয়। মাসিক সম্মানী ৪ হাজার ৫০০ টাকা। এটি কোনো লাভজনক পদ নয়।”

সম্প্রতি উজলপুর এলাকায় ডাকঘরের কয়েকটি চিঠি ফেরত যাওয়ায় বিতর্ক সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রে থাকা ফয়সাল নামের এক ব্যক্তির ভিসা সংক্রান্ত কাগজপত্র, এমনকি কিছু চাকরির সাক্ষাৎকারের ডাকও প্রাপকের কাছে পৌঁছেনি বলে অভিযোগ ওঠে।

এ নিয়ে স্থানীয়ভাবে গুঞ্জন শুরু হলে বিষয়টি গণমাধ্যমে আসে—যেখানে ইমরুল কায়েসের নামও উঠে আসে ডাকঘরের সঙ্গে যুক্ত হিসেবে।

বিষয়টি স্বীকার করলেও ইমরুল কায়েস স্পষ্ট করেন,“গ্রাম পোস্টমাস্টারের কাজ চিঠি বিলি করা না। ডাক বিভাগের অনুরোধে আমার নামটি যুক্ত করা হয়েছিল, যাতে গ্রামের মানুষ ডাক বিভাগের প্রতি আস্থা পায়। যুক্তরাষ্ট্রের চিঠি ফেরত যাওয়ার ঘটনা পোস্টম্যানের ভুল, আমার নয়।”

তিনি আরও জানান,“জলিল সাহেব (ইডিএ আব্দুল জলিল) এখন ওমরাহ পালনে সৌদি আরবে আছেন। দেশে ফিরলেই সমস্যা সমাধান হবে।”

ক্রিকেটের বাইরেও ইমরুল কায়েস এখন একজন উদ্যোক্তা। তিনি পরিচালনা করছেন নিজস্ব ক্রিকেট একাডেমি এবং দেশের প্রথম ব্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘এমকেএস’—যার মালিক তিনিই।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে