ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
Sharenews24

বোরকা ছাড়া হাসপাতালে ঢোকা নিষিদ্ধ

২০২৫ নভেম্বর ১২ ১১:৫০:১৯
বোরকা ছাড়া হাসপাতালে ঢোকা নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে নারীদের জন্য নতুন করে কঠোর পোশাকবিধি চালু করেছে তালেবান প্রশাসন। আন্তর্জাতিক মানবিক সংস্থা মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ার্স (MSF) জানিয়েছে, নারী রোগী, স্বাস্থ্যকর্মী ও সেবিকাদের এখন থেকে হাসপাতাল বা সরকারি স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশের জন্য বোরকা পরা বাধ্যতামূলক করা হয়েছে।

সংস্থাটি জানায়, নতুন নিয়মটি কার্যকর হয়েছে ৫ নভেম্বর থেকে। এমএসএফের আফগানিস্তান প্রকল্প ব্যবস্থাপক সারা চাতো বলেন,“এই বিধিনিষেধ নারীদের স্বাস্থ্যসেবায় প্রবেশ আরও সীমিত করছে। এমনকি জরুরি রোগীরাও বোরকা না থাকায় হাসপাতালে ঢুকতে পারছেন না।”

তালেবান সরকারের মুখপাত্র অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমাদের নির্দেশনা মূলত হিজাব পরিধান নিয়ে, বোরকা বাধ্যতামূলক নয়।”

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যাপক সমালোচনার পর কিছু হাসপাতালে বিধিনিষেধ আংশিকভাবে শিথিল করা হয়েছে। এমএসএফ জানিয়েছে, নতুন নিয়ম কার্যকর হওয়ার পর জরুরি রোগী ভর্তি ২৮ শতাংশ কমে গেছে।

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে তালেবানের এ সিদ্ধান্তের বিরুদ্ধে বোরকা পোড়ানো প্রতিবাদ ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে, যদিও ভিডিওগুলোর সত্যতা নিশ্চিত করা যায়নি।

তালেবান ২০২১ সালে পুনরায় ক্ষমতায় আসার পর থেকে নারীদের শিক্ষা, কর্মক্ষেত্র ও জনজীবনে অংশগ্রহণে ধারাবাহিকভাবে সীমাবদ্ধতা আরোপ করছে। জাতিসংঘ একে “লিঙ্গভিত্তিক বর্ণবৈষম্য” হিসেবে আখ্যা দিয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে