ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
Sharenews24

আপন ভাই-বোন হয়েও রাজনীতির মাঠে বিন্দুমাত্র ছাড় নেই

২০২৫ নভেম্বর ১১ ১০:০০:২২
আপন ভাই-বোন হয়েও রাজনীতির মাঠে বিন্দুমাত্র ছাড় নেই

নিজস্ব প্রতিবেদক: নাটোরের এক আসনে বিএনপির দলীয় মনোনয়নকে ঘিরে দুই আপন ভাই-বোনের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। ছোট বোন ফরজানা শারমিন পুতুলকে নাটোর-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়ায়, বড় ভাই ডাক্তার ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা তা বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন।

পুতুল ও রাজনের বাবা সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল ছিলেন বিএনপির বর্ষীয়ান রাজনৈতিক নেতা। বাবার মৃত্যুর পর থেকে দুই ভাই-বোন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত আছেন।

ত্রয়োদশ নির্বাচনে ফরজানা শারমিন পুতুলকে নাটোর-১ আসনে কেন্দ্রের মনোনয়ন দেওয়া হয়। এতে বড় ভাই ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন। ডাক্তার ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা পুতুলের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। তারা বলছেন, ডাক্তার ইয়াসির আরশাদ রাজনকে লালপুর-বাগাতিপাড়ার মানুষ ধানের শীষের কাণ্ডারি হিসেবে দেখতে চেয়েছিল। তারা তারেক রহমানের কাছে এই আসনটি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।

অন্যদিকে, ফরজানা শারমিন পুতুল এই প্রচারণাকে 'অমূলক' বলে দাবি করেছেন। তিনি বলেন, তার ভাইয়ের নাম নিয়ে যতই বিভেদ সৃষ্টির চেষ্টা করা হোক না কেন, তা সফল হবে না। তিনি বিশ্বাস করেন, যারা এই কাজগুলো করছেন, অচিরেই তারা তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচনী প্রচারণায় নামবেন।

স্থানীয়রা বলছেন, এলাকার উন্নয়নের জন্য দুই ভাই-বোনের মধ্যে ভালো সম্পর্ক থাকা জরুরি। তা না হলে নাটোর-১ আসনের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তারা দুই পক্ষের মধ্যে সমঝোতা করে সুষ্ঠু রাজনৈতিক চর্চা হোক বলে আশা করছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে