ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
Sharenews24

খালেদ মুহিউদ্দীনের ইংরেজি ঘিরে ফেসবুকে সমালোচনার ঝড়

২০২৫ নভেম্বর ১১ ০৯:৫৮:৩৯
খালেদ মুহিউদ্দীনের ইংরেজি ঘিরে ফেসবুকে সমালোচনার ঝড়

নিজস্ব প্রতিবেদক: নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোরান মামদানির একটি বিশেষ সাক্ষাৎকারের সময় ইংরেজিতে কথা বলতে গিয়ে হিমশিম খেয়েছেন খালেদ মুহিউদ্দিন। এই ঘটনায় সামাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে এবং অনেকেই হাসির ছলে তাকে ট্রোল করেছেন। এই বছরের মে মাসে "ঠিকানায় খালেদ মুহিউদ্দিন" নামের একটি ইউটিউব চ্যানেলে ২৫ মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ পায়, যেখানে মামদানিকে ইংরেজিতে নানা প্রশ্ন করেন খালেদ মুহিউদ্দিন। সেসময় ইংরেজিতে কথা বলতে গিয়ে তিনি প্রায়ই আটকে যাচ্ছিলেন। মামদানি নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই এই ভিডিওটি নিয়ে খালেদকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

সোশ্যাল অ্যাক্টিভিস্ট খন্দকার ইসমাইলসহ অনেকেই এই বিষয়ে কথা বলেছেন। খন্দকার ইসমাইল একটি ভিডিও পোস্টে বলেছেন যে, খালেদ মুহিউদ্দিন আন্তরিকভাবে ইংরেজিতে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু প্রশ্নগুলো গুছিয়ে লিখে নিলে হয়তো আরও ভালো হতো। তবে তিনি মামদানির ধৈর্যের প্রশংসাও করেছেন।

ব্যারিস্টার মুন্সি নাসিরুদ্দিন নামের একজন ব্যক্তিও এই বিষয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, সাধারণত অনুশীলন বা চর্চার অভাবেই এমন পরিস্থিতি তৈরি হয়। তার মতে, স্বতঃস্ফূর্ত ইংরেজিতে কথা বলতে না পারা এবং নানা সময়ে ইন্টারভিউতে উদ্ভট প্রশ্ন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে তিনি এও বলেছেন যে, যারা ইংরেজি ভালোভাবে বোঝেন, তাদের জন্য এটা কোনো সমস্যা নয়, কিন্তু যারা ইংরেজিতে দুর্বল, তারা এই ধরনের দুর্বলতার কারণে হতাশ হতে পারেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে