ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
Sharenews24

বাংলাদেশ ব্যাংক গভর্নরকে ২৪ ঘণ্টার আলটিমেটাম

২০২৫ নভেম্বর ০৬ ১৭:৪০:২৫
বাংলাদেশ ব্যাংক গভর্নরকে ২৪ ঘণ্টার আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদ।

সংগঠনটির অভিযোগ, বুধবার এক সংবাদ সম্মেলনে গভর্নর পাঁচটি দুর্বল শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে নতুন ইসলামী ব্যাংক গঠনের ঘোষণা দিয়ে ওই ব্যাংকগুলোর শেয়ার ‘শূন্য’ ঘোষণা করেছেন, যা তাদের মতে আইনবহির্ভূত।

বিনিয়োগকারীদের দাবি, “শেয়ার শূন্য ঘোষণা করার কোনো এখতিয়ার গভর্নরের নেই। শুধুমাত্র গভর্নর নয়, অর্থ উপদেষ্টা ও অর্থ মন্ত্রণালয়ও এ ঘটনায় ব্যর্থতার দায় এড়াতে পারে না।”

তারা বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভ শেষে ২৪ ঘণ্টার মধ্যে গভর্নরের পদত্যাগ দাবি করেন।

এর আগে বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এইচ মনসুর ঘোষণা দেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক—এই পাঁচটি ব্যাংকের বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ করা হয়েছে।

তিনি জানান, এসব ব্যাংক একীভূত হয়ে দেশের সবচেয়ে বড় ইসলামী ব্যাংক গঠন করবে, যার পেইড-আপ ক্যাপিটাল হবে ৩৫ হাজার কোটি টাকা।

গভর্নর বলেন,“এই ব্যাংকগুলোর নিট অ্যাসেট ভ্যালু এখন ঋণাত্মক ৩৫০ টাকা। ফলে শেয়ারহোল্ডারদের ইকুইটির মূল্য নেগেটিভ—তাই শেয়ারগুলোর ভ্যালু জিরো বিবেচনা করা হবে। কাউকেই ক্ষতিপূরণ দেওয়া হবে না।”

তিনি আরও আশ্বস্ত করেন,“২ লাখ টাকার নিচে আমানতকারীরা তাদের পুরো টাকা তুলতে পারবেন। বড় অঙ্কের আমানত ধাপে ধাপে উত্তোলনের সুযোগ থাকবে।”

গভর্নর আহসান মনসুর বলেন, নতুন প্রশাসকরা ব্যাংকগুলোর দৈনন্দিন কার্যক্রম, আইটি নিরাপত্তা, মানবসম্পদ ও শাখা পরিচালনা দেখভাল করবেন।

তিনি জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন,“এই সিদ্ধান্ত দেশের স্বার্থে নেওয়া হয়েছে। সরকার বদলালেও এই প্রক্রিয়া চলবে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে