ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
Sharenews24

মুগ্ধের ভাইয়ের বিএনপিতে যোগ দেয়ার ব্যাপারে যা বললেন সামান্তা

২০২৫ নভেম্বর ০৬ ১৭:০৬:০৪
মুগ্ধের ভাইয়ের বিএনপিতে যোগ দেয়ার ব্যাপারে যা বললেন সামান্তা

নিজস্ব প্রতিবেদক: গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত এনসিপি’র রাজনৈতিক সত্তাকে ছিনিয়ে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন সামান্তা। এই রাজনৈতিক সত্তা কেড়ে নেওয়ার কোনো উপায় কারো কাছে নেই বলেও উল্লেখ করেন তিনি।

গণঅভ্যুত্থানের পর রাজনীতিতে ফিরে এসেছেন স্নিগ্ধ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেছেন। এর আগে তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সদস্য সচিবের দায়িত্বে ছিলেন।

সামান্তা বলেন, "এটা কারোরই ক্রেডিট বা ডিসক্রেডিটের প্রশ্নই না। একজন মানুষের রাজনৈতিক স্বাধীনতা, তার ব্যক্তি স্বাধীনতার প্রশ্ন তো আসলে বড় কোনো ব্যাপার নয়।" তিনি আরও বলেন, "আমরা মনে করি যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গর্ব থেকে উঠে আসা একটা দল। কিন্তু গণঅভ্যুত্থান এনসিপি ঘটায়নি।" এ বিষয়ে তিনি পূর্বেও বলেছেন যে, এই কৃতিত্ব তারা কখনোই নির্লজ্জের মতো দাবি করেননি। তিনি আওয়ামী লীগের মতো এমন দাবি করবেন না, কারণ এটি ঘটবে না। তিনি আরও বলেন, "আমরা মনে করি এই গণঅভ্যুত্থান জনমানুষের। এটা কোনো পলিটিক্যাল পার্টি দিয়ে সংগঠিত হয় নাই।" তিনি আরও বলেন, "পলিটিক্যাল পার্টি দিয়ে হলে এটা আগেই হতো।" তিনি মনে করেন, জনগণ তার নিজস্ব রাজনৈতিক সত্তা এবং রাজনৈতিক এজেন্সি দিয়ে এটি অর্জন করেছে। তিনি বলেন, "এইটা কেড়ে নেওয়ার উপায় কারোর কাছে নেই।"

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে