ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
Sharenews24

শিক্ষক নিয়োগে নারী প্রার্থীদের জন্য নতুন নিয়ম

২০২৫ নভেম্বর ০৬ ১৬:৫৯:৩৫
শিক্ষক নিয়োগে নারী প্রার্থীদের জন্য নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের জন্য দেশের ছয়টি বিভাগে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

গতকাল বুধবার (৫ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম ধাপে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে মোট ১০ হাজার ২১৯টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তির ১০ নম্বর শর্তে বলা হয়েছে, বিবাহিত নারী প্রার্থীরা আবেদনের সময় তাঁদের স্বামী অথবা বাবার স্থায়ী ঠিকানা — যেকোনো একটিতে আবেদন করতে পারবেন।

তবে প্রার্থী যে ঠিকানাটি আবেদনপত্রে উল্লেখ করবেন, শুধুমাত্র সেই উপজেলা বা শিক্ষা থানার জন্যই তাঁর প্রার্থিতা বিবেচিত হবে।

অর্থাৎ, একই সঙ্গে দুটি ঠিকানায় আবেদন করা যাবে না।এছাড়া ভুল জেলা বা উপজেলা উল্লেখ করলে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।

‘সহকারী শিক্ষক’ পদে আবেদন শুরু হবে আগামী ৮ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে,চলবে ২১ নভেম্বর ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

প্রার্থীদের উপজেলা বা শিক্ষা থানাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে