ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
Sharenews24

পদে থেকেই ভোটে নামার সিদ্ধান্তে বিতর্কে অ্যাটর্নি জেনারেল

২০২৫ নভেম্বর ০৬ ১৬:৪১:৪২
পদে থেকেই ভোটে নামার সিদ্ধান্তে বিতর্কে অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক: সংবিধান অনুযায়ী বর্তমান পদ না ছেড়েই আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো সংক্রান্ত মামলার শুনানি শেষে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন,“অ্যাটর্নি জেনারেল কোনো সরকারি কর্মচারী নন। সংবিধানের ৬৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন। এটি প্রশাসনিক বা সরকারি চাকরির পদ নয়।”

তিনি আরও জানান,“অ্যাটর্নি জেনারেল পদে থেকেও নির্বাচন করা যায়। এতে আইনে কোনো বাধা নেই।”

এ সময় তিনি অভিযোগ করেন, তার নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে বুধবার (৫ নভেম্বর) কিছু সংবাদমাধ্যম বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেছে।

অ্যাটর্নি জেনারেল বলেন,“আমি রাষ্ট্রের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করি। রাষ্ট্রের কোনো পদক্ষেপ যদি আইনসম্মত না হয় বা দেশের স্বার্থের পরিপন্থী মনে হয়, তবে সেটার বিরোধিতাও আমার দায়িত্ব।”

তিনি আরও যোগ করেন,“আমার দায়িত্ব পালনের সময় আমি রাষ্ট্রের পক্ষের। নির্বাচন করা আমার সাংবিধানিক অধিকার—এতে কোনো অসঙ্গতি নেই।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে