ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে টানা পতন: কপালে চিন্তার ভাঁজ বিনিয়োগকারীদের

২০২৫ নভেম্বর ০৬ ১৫:২৮:২৯
শেয়ারবাজারে টানা পতন: কপালে চিন্তার ভাঁজ বিনিয়োগকারীদের

নিজস্ব প্রতিবেদক: চলতি নভেম্বরের প্রথম সপ্তাহে (২-৬ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার এক নজিরবিহীন অস্থিরতার মধ্য দিয়ে অতিবাহিত হল। টানা পাঁচটি কর্মদিবসেই শেয়ারবাজারের সূচকের পতন অব্যাহত থাকায় বিনিয়োগকারীরা হতাশ ও দিশেহারা হয়ে পড়েছেন। এই ধারাবাহিক বিক্রির চাপে মাত্র এক সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসই) সূচক থেকে ১৫৫ পয়েন্ট হারিয়ে গেছে, যা শেয়ারবাজারের সার্বিক আস্থাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

সপ্তাহের প্রথম দিন রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছিল ৭ পয়েন্ট। এরপর সোমবার পতন আরও বেড়ে ৫২ পয়েন্ট কমে। মঙ্গলবার কমে ৪২ পয়েন্ট, বুধবার ৩৩ পয়েন্ট এবং সপ্তাহের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার সূচক হারায় প্রায় ১৯ পয়েন্ট। সব মিলিয়ে পুরো সপ্তাহে সূচক কমেছে মোট ১৫৫ পয়েন্ট।

এই ধারাবাহিক পতনের ফলে বাজার মূলধনেও বড় ধরনের ধস নেমেছে। সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৯ হাজার ৫৪৭ কোটি ১১ হাজার টাকা, যা বৃহস্পতিবারের শেষে কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৯০ হাজার ৯১৫ কোটি ৮৯ হাজার টাকায়। অর্থাৎ, মাত্র এক সপ্তাহে শেয়ারবাজার থেকে প্রায় ৮ হাজার ৬৩১ কোটি টাকার মূলধন উধাও হয়েছে।

তুলনামূলক চিত্রে দেখা যায়, এক মাস আগেও বাজার অপেক্ষাকৃত শক্ত অবস্থানে ছিল। গত ৫ অক্টোবর ডিএসইর প্রধান সূচক ছিল ৫ হাজার ৪৪৭ পয়েন্ট এবং বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ২৮ হাজার ৪০৪ কোটি ৮৫ হাজার টাকায়। সেই অবস্থান থেকে এখন পর্যন্ত বাজার মূলধন কমেছে ৩৭ হাজার কোটি টাকারও বেশি।

বৃহস্পতিবারের বাজার পর্যালোচনা

আজ (০৬ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮.৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৬৭.৯৪ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৫.১৩ পয়েন্ট কমে ১ হাজার ৩৯.২১ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএসই-৩০ সূচক সামান্য ০.১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৪০.৬১ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১০২টির দর বেড়েছে, ২৫১টির দর কমেছে এবং ৩৭টির দর অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে এদিন ৪১৯ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের ৪৮৫ কোটি ৪৯ লাখ টাকার লেনদেনের তুলনায় ৬৫ কোটি ৭১ লাখ টাকা কম।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ২৪ কোটি ৬ লাখ টাকার লেনদেনের তুলনায় কম।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৫৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৯টির, কমেছে ৯৭টির এবং পরিবর্তন হয়নি ১৩টির।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭০.১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৫৮.৫২ পয়েন্টে।

তহা/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে