ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
Sharenews24

কোম্পানির উদ্যোক্তা পরিচালকের ১০ লাখ ২৮ হাজার শেয়ার হস্তান্তর

২০২৫ নভেম্বর ০৬ ১৪:৪৪:২৭
কোম্পানির উদ্যোক্তা পরিচালকের ১০ লাখ ২৮ হাজার শেয়ার হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংক পিএলসি-এর প্রয়াত উদ্যোক্তা পরিচালক নিসার কাদিরের মালিকানাধীন ১০ লাখ ২৮ হাজার ৪০৭টি শেয়ার আইনগত উত্তরাধিকারীদের নামে হস্তান্তর করা হবে। আদালতের জারি করা উত্তরাধিকার সনদ অনুযায়ী এই শেয়ার বণ্টন প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে।

কোম্পানির প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রয়াত পরিচালক নিসার কাদিরের মৃত্যুর (১৫ মে ২০২৪) পর এই শেয়ারগুলো উত্তরাধিকারসূত্রে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাংকটি জানিয়েছে, এটি একটি নিয়মতান্ত্রিক ও আইনসম্মত প্রক্রিয়ার অংশ, যা সম্পন্ন হলে উদ্যোক্তা-পরিচালকদের শেয়ারহোল্ডিং কাঠামোতে আনুষ্ঠানিক পরিবর্তন আসবে।

উত্তরাধিকারীদের মধ্যে রয়েছেন প্রয়াত নিসার কাদিরের স্ত্রী হামিদা রহমান, যিনি নিজেও এনসিসি ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালক। তিনি তার প্রাপ্য অংশ হিসেবে ১ লাখ ২৮ হাজার ৫৫০টি শেয়ারের মালিকানা পাবেন।

এনসিসি ব্যাংক জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থার সব বিধি-বিধান মেনে শেয়ার হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এই শেয়ার হস্তান্তর ব্যাংকের উদ্যোক্তা শেয়ারহোল্ডিংয়ে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।

তহা/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে