ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
Sharenews24

ওবায়দুল কাদের ও ডিবি হারুনের ফোনালাপের অডিও ফাঁস

২০২৫ নভেম্বর ০৬ ১১:৫৯:৪৯
ওবায়দুল কাদের ও ডিবি হারুনের ফোনালাপের অডিও ফাঁস

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের শেষ পর্যায়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ভেতরে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। সেই পরিস্থিতি স্পষ্ট হয়ে উঠেছে তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুনুর রশিদের (ডিবি হারুন) একটি টেলিফোন কথোপকথনে, যা প্রকাশ করেছে ‘আমার দেশ’।

ছয় সমন্বয়ক ছাত্রনেতাকে আটক, তাদের ছবি তোলা ও প্রকাশ করা নিয়ে মতপার্থক্যই ফোনালাপের কেন্দ্রবিন্দু ছিল। এ বিষয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্তি প্রকাশ করেন।

ডিবি হারুন দাবি করেছেন, তার সমস্ত পদক্ষেপ ছিল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে। তবে ওবায়দুল কাদের এই দাবি নাকচ করে বলেন, প্রধানমন্ত্রী যখন বিরক্তি প্রকাশ করেছিলেন, তখন স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন কিন্তু হারুনের দাবির পক্ষে মন্তব্য করেননি। পরে শেখ হাসিনার নির্দেশেই হারুনের বদলির ব্যবস্থা করা হয়।

২৯ জুলাই আটক হওয়া নেতারা—নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আবুবাকের মজুমদার, নুসরাত তাবাসসুম ও আসিফ মাহমুদ—পরবর্তীতে ৩২ ঘণ্টা অনশনের পর ১ আগস্ট মুক্তি পান। এই ঘটনা জুলাই আন্দোলনকে আরও শক্তিশালী করেছিল।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে