ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
Sharenews24

দলিল থাকলেও টিকবেনা যে জমির দখল

২০২৫ নভেম্বর ০৬ ১১:৫৬:২২
দলিল থাকলেও টিকবেনা যে জমির দখল

নিজস্ব প্রতিবেদক: ভূমি ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত এবং অবৈধ দখল প্রতিরোধে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকার। ২০২৫ সালের মধ্যে পাঁচ ধরনের জমি, বৈধ দলিল থাকা সত্ত্বেও, অবৈধ দখলদারদের থেকে উদ্ধার করা হবে। প্রয়োজনে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।

সরকারি পরিপত্রে বলা হয়েছে, “দলিল যার, ভূমি তার” সবক্ষেত্রেই প্রযোজ্য নয়। কারণ অনেক ক্ষেত্রে দলিল থাকলেও মালিকানা বা দখলের আইনগত ভিত্তি থাকে না।

দখল মুক্ত করা হবে এমন পাঁচ ধরনের জমি:

১. সাব-কবলা দলিল: উত্তরাধিকার বণ্টন না করে করা দলিল, যেখানে কোনো ওয়ারিশ বঞ্চিত হয়েছেন।

২. হেবা দলিল: দাতার সম্পূর্ণ মালিকানা না থাকা বা শর্ত ভঙ্গের কারণে করা দলিল।

৩. জাল দলিল: সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির মাধ্যমে তৈরি দলিল।

৪. খাস খতিয়ানের সম্পত্তি: সরকারি খাস জমি নিজের নামে বিক্রি করা হলে।

৫. অর্পিত সম্পত্তি: যুদ্ধ-পরবর্তী পরিত্যক্ত জমি, যা ব্যক্তিগতভাবে দখল করা হয়েছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, এসব জমি শুধু আদালতের রায়ের মাধ্যমে টিকিয়ে রাখা যাবে। ভূমি মন্ত্রণালয় বলেছে, এই উদ্যোগের মূল লক্ষ্য সরকারের সম্পত্তি পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে