ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
Sharenews24

বিএনপিতে যোগ দেওয়ার পর যা বললেন মুগ্ধের ভাই স্নিগ্ধ

২০২৫ নভেম্বর ০৬ ১১:২৮:০১
বিএনপিতে যোগ দেওয়ার পর যা বললেন মুগ্ধের ভাই স্নিগ্ধ

নিজস্ব প্রতিবেদক: বিএনপিতে যোগ দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা এবং জুলাই গণ–অভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই, মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ)।

গত মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির সদস্যপদ গ্রহণ করেন স্নিগ্ধ। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপিতে যোগ দেওয়ার পর প্রথমবার মুখ খুলেছেন স্নিগ্ধ। তিনি বলেছেন, নতুন প্রজন্মের তরুণদের প্রতিনিধিত্ব এবং দেশের ভবিষ্যৎ গঠনের লক্ষ্য নিয়ে রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন:

"আমি মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। জুলাইয়ের পর থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে জোয়ার উঠেছে, তার প্রতিনিধিত্ব করতে সামাজিক ও অরাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিয়েছি। এখন সময় এসেছে রাজনৈতিকভাবে জুলাইকে প্রতিনিধিত্ব করার।

আমার লক্ষ্য হলো জুলাই শহীদ, আহত যোদ্ধা ও শহীদ পরিবারের পাশাপাশি তরুণদের রাজনীতিতে শক্তভাবে উপস্থাপন করা এবং বাংলাদেশপন্থি ও জুলাইপন্থি সকলের মধ্যে ঐক্য গড়ে তোলা।

বিএনপিতে যোগদানের কারণ হলো দলের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস, তাদের রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা ২০২৩ এবং তরুণদের প্রতিনিধিত্বে সুযোগ সৃষ্টি। এছাড়া বিএনপির সঙ্গে যুক্ত হয়ে আমি জুলাইয়ের ঐক্য শক্তিশালী ও দীর্ঘায়িত করতে চাই।

আমি চাই সকল রাজনৈতিক দল ও বাংলাদেশ ও জুলাইপন্থি অংশীদের সঙ্গে কাজ করতে এবং রাজনৈতিক ঐক্যের মাধ্যমে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে।"

স্নিগ্ধের এই পদক্ষেপে রাজনৈতিক মহলে বিশেষ আগ্রহ সৃষ্টি হয়েছে, বিশেষ করে তরুণ ভোটার ও জুলাই গণ–অভ্যুত্থানের অংশগ্রহণকারীদের মধ্যে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে