ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
Sharenews24

বিএনপির সর্বকনিষ্ঠ প্রার্থী প্রিয়াঙ্কার পরিচয় 

২০২৫ নভেম্বর ০৬ ০৯:১১:৪৪
বিএনপির সর্বকনিষ্ঠ প্রার্থী প্রিয়াঙ্কার পরিচয় 

নিজস্ব প্রতিবেদক: ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, ১৯৯৩ সালের ২২ জুন জন্মগ্রহণ করেন এবং পেশায় একজন চিকিৎসক। তিনি ধানমন্ডির একটি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষকতা করেন। দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি শেরপুর-১ আসনের বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ২০০৮ সালে এসএসসি এবং ২০১০ সালে এইচএসসি পাস করেন। ২০১৬ সালে তিনি এমবিবিএস সম্পন্ন করেন। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে শেরপুর-১ আসন থেকে বিএনপির মূল প্রার্থী ছিলেন হযরত আলী। তবে হযরত আলীসহ বিএনপির তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় সানসিলাকে বিএনপি বেছে নেয় এবং তিনি ওই নির্বাচনে সবচেয়ে কম বয়সী প্রার্থী হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি এবারও একই আসন থেকে বিএনপির প্রার্থী।

স্থানীয়দের কাছে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা 'ডাক্তার প্রিয়াঙ্কা' নামেই পরিচিত। রাজনীতিতে তিনি নতুন মুখ হলেও একজন চিকিৎসক হিসেবে তার সুনাম রয়েছে। তাকে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে, মানুষের সাথে মিশে লিফলেট বিতরণ করতে এবং সভা-সমাবেশে বক্তব্য দিতে দেখা যায়। তাঁর চিকিৎসক পরিচয় এবং তারুণ্য তাকে নির্বাচনী মাঠে ইতিবাচক ভাবমূর্তি এনে দিয়েছে। তিনি বিএনপির মনোনীত প্রার্থীদের মধ্যে সর্বকনিষ্ঠ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে