ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
Sharenews24

১০ ব্যাংক কর্মকর্তার জালিয়াতির চাঞ্চল্যকর গল্প

২০২৫ নভেম্বর ০৫ ১২:০২:৫৬
১০ ব্যাংক কর্মকর্তার জালিয়াতির চাঞ্চল্যকর গল্প

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশন (দুদক) ১০ ব্যাংক কর্মকর্তা ও ২ গ্রাহককে ফাঁসিয়েছে, যাদের বিরুদ্ধে ভুয়া ব্যাংক হিসাব তৈরি করে সঞ্চয়পত্রের ৫ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আছে। এই মামলায় আসামি করা হয়েছে বাংলাদেশ ব্যাংক, উত্তরা ব্যাংক ও রূপালী ব্যাংকের কর্মকর্তাদের।

২০২২ সালে বাংলাদেশ ব্যাংকের অডিটে বিষয়টি ফাঁস হওয়ার পর দীর্ঘ অনুসন্ধান চালিয়ে দুদক মামলাটি দায়ের করেছে। সম্প্রতি বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ে উপ-সহকারী পরিচালক ইমরান হোসেন মামলাটি দায়ের করেন।

মামলার প্রধান আসামিরা হলেন: বাংলাদেশ ব্যাংকের বরখাস্তকৃত ক্যাশ অফিসার মো. সিকদার লিয়াকত, রূপালী ব্যাংকের সাবেক জুনিয়র অফিসার শিবলী সাদিক ফয়সাল, প্রিন্সিপাল অফিসার মাহবুবুর রহমান, জোনাল অফিসার মো. ফরহাদ হোসেন খান, সিনিয়র প্রিন্সিপাল অফিসার (অব.) সঞ্জয় কুমার সরকার, সিনিয়র প্রিন্সিপাল অফিসার (অব.) মো. নাসির উদ্দিন তালুকদার, প্রিন্সিপাল অফিসার রওশন রহমান ও সহকারী অফিসার শিফাইন মোস্তারী, উত্তরা ব্যাংকের সাবেক অফিসার মেহেদী হাসান ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. মেহেদী হাসান এবং গ্রাহক মো. সালাউদ্দিন ও সামসুল আহসান বিল্টু।

এজাহার অনুযায়ী, আসামিরা তিন দফায় মোট ৫ কোটি ৫০ লাখ ৫২ হাজার ৫৬৯ টাকা আত্মসাৎ করেছেন। প্রথম দফায় ৪ কোটি ৮৮ লাখ, দ্বিতীয় দফায় ১৫ লাখ ৫৯ হাজার, এবং তৃতীয় দফায় ৪৬ লাখ টাকা লোপাট হয়েছে।

মামলার আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

২০২২ সালের নভেম্বরে বাংলাদেশ ব্যাংকের বরিশাল অফিসে ক্রস চেকিংকালে জালিয়াতি উদঘাটিত হয়। এরপর ২০২৩ সালের ৭ আগস্ট বরিশালের কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয় এবং দুদক পুরো বিষয়টি খতিয়ে দেখার সুপারিশ পায়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে