ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
Sharenews24

গণভোট ও আ.লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যা বললেন জামায়াত আমির

২০২৫ নভেম্বর ০৫ ১১:১৪:৩৪
গণভোট ও আ.লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যা বললেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো জোট গঠন করবে না বলে জানিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান। এছাড়া তিনি মন্তব্য করেছেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই।

বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি বলেন, “আমরা সবাইকে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করবো। নির্বাচন না হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।”

ডা. শফিকুর রহমান আরও বলেন, “জাতীয় নির্বাচনের বৈধতা ও জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোট আগে হতে হবে। আমরা জোট করব না।”

এছাড়া তিনি জানান, সম্প্রতি বিদেশ সফরে প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রবাসীরা তাদের ভালোবাসা ও উষ্ণতা নিয়েই এগিয়ে এসেছেন। তবে তাদের যথাযথ সম্মান প্রদর্শন করতে এখনো আমরা সক্ষম নই।

শফিকুর রহমান তৃতীয়বারের মতো দলের সর্বোচ্চ পদে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সিলেটে পৌঁছেছেন। সেখানে তিনি জেলা ও মহানগর জামায়াত আয়োজিত সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে