ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
Sharenews24

মাদরাসা ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

২০২৫ নভেম্বর ০৫ ১১:০৯:১৭
মাদরাসা ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ২০২৫ সালের ইবতেদায়ি (পঞ্চম শ্রেণি) ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। দুই পরীক্ষাই ২৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর শেষ হবে।

বোর্ড জানিয়েছে, ইবতেদায়ি পঞ্চম শ্রেণির পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২.৩০টা এবং অষ্টম শ্রেণির পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সময়সূচি অনুযায়ী:

২৮ ডিসেম্বর (রোববার): কুরআন মাজিদ ও তাজভিদ

২৯ ডিসেম্বর (সোমবার): আরবি (১ম ও ২য় পত্র)

৩০ ডিসেম্বর (মঙ্গলবার): বাংলা ও ইংরেজি

৩১ ডিসেম্বর (বুধবার): গণিত ও বিজ্ঞান

অষ্টম শ্রেণির প্রতিটি বিষয়ের পূর্ণমান ১০০ এবং সময় তিন ঘণ্টা, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট। বাংলা ও ইংরেজিতে পূর্ণমান (৫০+৫০)=১০০, গণিত ও বিজ্ঞানেও (৭০+৩০)=১০০।

পঞ্চম শ্রেণিতে প্রতিটি বিষয়ের পূর্ণমান ১০০, সময় ২ ঘণ্টা ৩০ মিনিট, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট। বাংলা ও ইংরেজিতে পূর্ণমান (৫০+৫০)=১০০, গণিত ও বিজ্ঞানে (৬০+৪০)=১০০।

উভয় পরীক্ষার প্রশ্ন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) অনুমোদিত মাদরাসা পাঠ্যপুস্তকের কাঠামো অনুযায়ী তৈরি করা হবে।

পরীক্ষার্থীদের পরীক্ষার ৩০ মিনিট আগে কেন্দ্রের কক্ষে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র পরীক্ষার সাত দিন আগে প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর ও সিলসহ সংগ্রহ করতে হবে। শুধুমাত্র অনুমোদিত নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করার অনুমতি থাকবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে