ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
Sharenews24

অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর

২০২৫ নভেম্বর ০৫ ১০:৩৬:৫৮
অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি কলেজের অনার্স ও মাস্টার্স পর্যায়ের শিক্ষকদের জন্য বড় সুখবর দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বেসরকারি অনার্স ও মাস্টার্স পর্যায়ের কলেজে সর্বোচ্চ সাতজন শিক্ষককে এমপিওভুক্ত করার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

নতুন নীতিমালা অনুযায়ী, যেসব কলেজে কেবল অনার্স কোর্স চালু রয়েছে, সেখানে সর্বোচ্চ পাঁচজন শিক্ষক এমপিওভুক্ত হতে পারবেন। আর একই কলেজে মাস্টার্স কোর্স থাকলে অতিরিক্ত দুজন শিক্ষকসহ মোট সাতজন শিক্ষক এই সুবিধা পাবেন।

সভায় উপস্থিত একটি সূত্র জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যেসব কলেজে উচ্চমাধ্যমিক ও ডিগ্রি কোর্স চালু রয়েছে, সেখানকার একজন করে শিক্ষক এমপিওভুক্ত হওয়ার নিয়ম পূর্ব থেকেই বহাল ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন,“অনার্স পর্যায়ের কলেজে পাঁচজন শিক্ষক এমপিওভুক্ত হবেন। তবে একই প্রতিষ্ঠানে মাস্টার্স কোর্স থাকলে আরও দুজন শিক্ষক এই সুবিধার আওতায় আসবেন।”

এই সিদ্ধান্ত কার্যকর হলে দেশের বেসরকারি অনার্স-মাস্টার্স কলেজের শিক্ষকরা দীর্ঘদিনের একটি দাবি পূরণ হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে