ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
Sharenews24

নিবন্ধন না পেয়ে ইসির গেটে ১৬ ঘণ্টা ধরে অনশন

২০২৫ নভেম্বর ০৫ ১০:১২:৩৩
নিবন্ধন না পেয়ে ইসির গেটে ১৬ ঘণ্টা ধরে অনশন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নিবন্ধন না পাওয়ায় ইসির গেটের সামনে আমজনতার দল-এর সদস্য সচিব তারেক রহমান মঙ্গলবার (৪ নভেম্বর) বিকাল থেকে আমরণ অনশনে বসেছেন।

বুধবার (৫ নভেম্বর) সকাল পর্যন্তও তিনি অনশনে ছিলেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, ইসির প্রধান গেটটি বন্ধ রাখা হয়েছে, এবং কর্মকর্তা-কর্মচারীরা পাশের গেট দিয়ে অফিসে প্রবেশ করছেন।

তারেক রহমান বলেন,“আমি এখানেই অনশনে থাকব। দলের কাউকেও এখানে ভিড় করতে বলিনি। একাই বসে থাকব, দাবি আদায় না হওয়া পর্যন্ত।”

তিনি আরও বলেন,“আমাদের দলের নিবন্ধন হয়নি বলে এখানে অনশনে বসেছি। এখন আমরা কোর্টে যাব নাকি কী করব জানি না, মাথা কাজ করছে না। ওনারা (ইসি) কী চান, তা বলেন না; বুঝতেও পারি না। দেখা করতে গেলে পিএস দিয়ে বিদায় করে দেন।”

তারেক অভিযোগ করেন,“আমাদের ছোট দল—যে শর্তগুলো দিয়েছে, সেগুলো পূরণের চেষ্টা করেছি। কিন্তু আমাদের টিনের ঘর, বেড়ার ঘর তাদের পছন্দ হয়নি। টাকা নেই, বড় অফিস নেই—এই কারণেই রিজেক্ট করেছে।”

এর আগে মঙ্গলবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিবন্ধন সংক্রান্ত বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের ব্রিফিংয়ের পর বিকাল ৪টার দিকে প্রধান ফটকের সামনে অনশনে বসেন তারেক রহমান।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, চূড়ান্ত পর্যালোচনা শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) ও বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন,“এ বিষয়ে বুধবার পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এরপর দাবি-আপত্তি পেলে তা নিষ্পত্তি করে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে