ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
Sharenews24

নৌপরিবহন উপদেষ্টার ভাইয়ের স্ট্যাটাসে বড় ইঙ্গিত

২০২৫ নভেম্বর ০৪ ১২:৪১:৪৭
নৌপরিবহন উপদেষ্টার ভাইয়ের স্ট্যাটাসে বড় ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্ভাব্য প্রার্থী হেমায়েত হোসাইন সোহরাব ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। হেমায়েত নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের ছোট ভাই।

সোমবার (৩ নভেম্বর) রাত ১২:৩০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি এই স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসে হেমায়েত হোসাইন সোহরাব উল্লেখ করেন, কেন্দ্রীয় নেতারা জন্মলগ্ন থেকে সংগ্রাম করে আসছেন। তিনি বলেন, “দুদু ভাই, আলাল ভাই, রিজভী ভাই, সোহেল ভাই, নাজিমুদ্দিন আলমের মতো ত্যাগী নেতাদের কোন মাপকাঠিতে বাদ দেওয়া হয়েছে তা বোধগম্য নয়। আমার কথা বাদই দিলাম। আমরা ১৯৭৭ থেকে ১৯৯০ পর্যন্ত সংগ্রামী ভূমিকায় না থাকলে বিএনপির এতদূর আশা কঠিন হতো।”

তিনি আরও বলেন, “আমরা জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করেছি। তিনি বলেছিলেন, ‘I shall make politics difficult’। কিন্তু নেতাজি শহীদ হওয়ার পর তা যথাযথভাবে অনুসরণ করা সম্ভব হয়নি। ফলে আজ রাজনীতির এই দুরবস্থা।”

স্ট্যাটাসের শেষাংশে হেমায়েত বলেন, “কোনো অশুভ শক্তি আমাদের দিকে নজর দিয়েছে কি না জানি না। তবে সাধারণ জনগণের চোখ দেশপ্রেমিক ও আদর্শবান নেতাদের দিকে। আমি আমার উন্নয়নের কাজ চালিয়ে যাব। আল্লাহ আমাদের সহায় হোক।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে