ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
Sharenews24

সালমান শাহর মৃত্যু নিয়ে নতুন তথ্য

২০২৫ অক্টোবর ৩০ ০৯:১৭:৫১
সালমান শাহর মৃত্যু নিয়ে নতুন তথ্য

নিজস্ব প্রতিবেদক: বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সালমান শাহর রহস্যজনক মৃত্যুর প্রায় তিন দশক পর অবশেষে তার অপমৃত্যু মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে। গত ২০ অক্টোবর আদালতের নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা মডেল থানায় ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এই মামলার প্রধান আসামি করা হয়েছে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হককে। এই ঘটনা ঢাকাই সিনেমার অন্যতম আলোচিত এই মৃত্যু রহস্যের জট খুলতে নতুন করে আশার আলো দেখাচ্ছে।

মৃত্যু রহস্যের প্রেক্ষাপট ও পারিবারিক কলহ

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যু হয়। তার আকস্মিক মৃত্যু দেশের কোটি কোটি ভক্তকে শোকে স্তব্ধ করে দিয়েছিল। শুরুতে এটিকে অপমৃত্যু হিসেবে দেখানো হলেও, পরবর্তীতে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিয়ে দীর্ঘ ২১ বছর ধরে নানা জল্পনা-কল্পনা ও আইনি প্রক্রিয়া চলেছে। বাংলাভিশনের অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে, সালমান শাহর মৃত্যুর অন্যতম কারণ হতে পারে পারিবারিক কলহ।

চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার গাজী মাহবুব এক সাক্ষাৎকারে জানান, তৎকালীন সাপ্তাহিক পত্রিকা ‘চিত্রালী’তে প্রকাশিত একটি সংবাদে উল্লেখ করা হয়েছিল যে, সালমান শাহ অভিনেত্রী শাবনূরকে বিয়ে করেছেন। এই খবর প্রকাশিত হওয়ার পর সালমান শাহর সঙ্গে তার স্ত্রী সামিরার তুমুল ঝগড়া হয়। গাজী মাহবুবের মতে, এটিই তাদের পারিবারিক অশান্তির সূত্রপাত।

স্ত্রীর সন্দেহ এবং চাপের অভিযোগ

সালমান শাহর ব্যক্তিগত সহকারী ও একাধিক সূত্রের বরাত দিয়ে জানা যায়, স্ত্রী সামিরা প্রতিনিয়ত সালমানকে সন্দেহ করতেন। শুটিং থেকে বাসায় ফিরলে সামিরা তার পোশাক পরীক্ষা করতেন। সন্দেহের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছিল যে, এক পর্যায়ে সামিরা সালমান শাহকে শাবনূরের সঙ্গে ছবিতে অভিনয় না করার জন্য চাপও প্রয়োগ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। গাজী মাহবুব আরও জানান, সালমান শাহ মারা যাওয়ার আগের দিন সন্ধ্যায় তিনি সাউন্ড কমপ্লেক্সের কর্নারে সামিরা এবং সালমান শাহকে কথা বলতে দেখেছিলেন।

আইনি প্রক্রিয়া এবং তদন্তের অগ্রগতি

সালমান শাহর মৃত্যুর পর তার বাবা কমরউদ্দিন চৌধুরী একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করেছিলেন। পরবর্তীতে, পরিবারের পক্ষ থেকে ফৌজদারি রিভিশন মামলা দায়ের করা হলে আদালত গত ২০ অক্টোবর অপমৃত্যু মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন। আদালতের এই নির্দেশের পরপরই সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা মডেল থানায় ১১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানিয়েছেন, হত্যা মামলা দায়েরের পর পুলিশ নড়েচড়ে বসেছে এবং তদন্ত শুরু করেছে। মামলার ঘটনা পরিদর্শন, আসামিদের সম্পর্কে খোঁজখবর নেওয়া এবং জড়িত আসামিদের গ্রেপ্তার করার যাবতীয় কার্যক্রম তারা শুরু করে দিয়েছেন।

হত্যা মামলার অভিযুক্তরা

সালমান শাহ হত্যা মামলায় মোট ১১ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে প্রধান আসামি হলেন নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্যান্য আসামিরা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, সামিরার মা লতিফা হক লুসি সহ আরও কয়েকজন। ওসি গোলাম ফারুক বলেন, আসামিদের সঙ্গে যোগাযোগের কোনো সুযোগ পুলিশের নেই। পুলিশ তাদের অবস্থান শনাক্ত করার চেষ্টা করছে। দীর্ঘদিনের এই রহস্যের একটি সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে