ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
Sharenews24

বিএসইসি-আইসিএসবি বৈঠকে শেয়ারবাজারে সুশাসনের নতুন অঙ্গীকার

২০২৫ অক্টোবর ২৯ ১৬:০৩:০৪
বিএসইসি-আইসিএসবি বৈঠকে শেয়ারবাজারে সুশাসনের নতুন অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে সুশাসন ও বিনিয়োগকারীর আস্থা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)-এর নবনির্বাচিত প্রেসিডেন্ট হোসেন সাদাত, এফসিএস এবং প্রতিষ্ঠানটির প্রতিনিধিদল।

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাৎ ও পরিচিতিমূলক বৈঠকে শেয়ারবাজারের প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকরণ, আধুনিক ব্যবস্থাপনা কাঠামো গঠন, এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের শেয়ারবাজারকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে আইসিএসবি’র কার্যক্রম আরও গতিশীল ও প্রযুক্তিনির্ভর করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে বিএসইসি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার ফারজানা লালা রুখ, নির্বাহী পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম এবং পরিচালক মোঃ মনসুর রহমান। অন্যদিকে আইসিএসবি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট হোসেন সাদাত, এফসিএস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. রফিকুল ইসলাম, এফসিএস, ভাইস প্রেসিডেন্ট মো. শরীফ হাসান, এফসিএস এবং সেক্রেটারি ইন-চার্জ ও সিনিয়র নির্বাহী পরিচালক (অর্থ ও প্রশাসন) মোঃ শামিবুর রহমান, এফসিএস।

বৈঠকের আলোচনায় উভয় প্রতিষ্ঠানই দেশের শেয়ারবাজারকে আরও স্বচ্ছ, আধুনিক ও বিনিয়োগবান্ধব করতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে