ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
Sharenews24

কান্নাজড়িত কণ্ঠে যা বললেন হাফেজ ত্বকীর বাবা

২০২৫ অক্টোবর ২৯ ১৫:১৪:২৬
কান্নাজড়িত কণ্ঠে যা বললেন হাফেজ ত্বকীর বাবা

নিজস্ব প্রতিবেদক: “আমার ছেলে জিকির করতে করতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে”—কান্নায় ভেঙে পড়লেও দৃঢ় কণ্ঠে বললেন হাফেজ ত্বকীর বাবা। পবিত্র আল্লাহর জিকিরে মগ্ন অবস্থায় মৃত্যুবরণ করেন তরুণ হাফেজ ত্বকী। এই খবর মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। তাঁর মৃত্যুতে শোকাহত পুরো এলাকা, আর পরিবারের সহনশীল মনোভাব সবাইকে ভাবিয়ে তুলেছে।

ত্বকীর পরিবার জানায়, শুক্রবার বিকেলে হাফেজ ত্বকী নিয়মিত কোরআন তেলাওয়াত ও জিকিরে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

বাবা জানান, “আইসিইউতে থাকাকালীনও তার মুখ থেকে বের হচ্ছিল ‘আল্লাহ, আল্লাহ...’। এমন দৃশ্য দেখে আমার বুক ভরে গেছে, মনে হয়েছে আল্লাহ তাকে ঈমানের সঙ্গে নিয়ে যাচ্ছেন।”

জানাজায় উপস্থিত অসংখ্য মানুষ কান্নায় ভেঙে পড়লেও ত্বকীর বাবা শান্তভাবে বলছিলেন,“আমি আমার সন্তানের জন্য বিলাপ করতে আসিনি, বরং আনন্দ নিয়ে এসেছি। কারণ আমার সন্তান সাদা পোশাক পরে এসেছিল, যেন বর সেজে জান্নাতের পথে যাচ্ছে। আমি তাকে জান্নাতে পাঠাতে এসেছি।”

তিনি আরও বলেন, “একজন বাবা হিসেবে এটি নিঃসন্দেহে কষ্টের, কিন্তু আমি দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছি—যেন আমার সন্তানকে ঈমান ও শান্তির সঙ্গে কবুল করেন।”

ত্বকীর মৃত্যুর পর পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় মসজিদে তাঁর জন্য বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে হাজারো মানুষ তাঁর আত্মার মাগফিরাত কামনা করে পোস্ট দিচ্ছেন। অনেকে লিখেছেন,“এমন মৃত্যু আল্লাহর বিশেষ রহমত।”“একজন হাফেজ যখন জিকিররত অবস্থায় চলে যান, সেটা আমাদের জন্য ঈমানের বার্তা।”

ধর্মীয় ব্যক্তিত্বরা বলছেন, হাফেজ ত্বকীর মৃত্যু কেবল একটি ব্যক্তিগত ক্ষতি নয়, বরং এটি পুরো সমাজের জন্য একটি শিক্ষা ও অনুপ্রেরণা।একজন স্থানীয় আলেম বলেন, “এমন মৃত্যু খুবই বিরল। এটি প্রমাণ করে, আল্লাহ যাকে ভালোবাসেন, তাকেই এমনভাবে নিজের কাছে টেনে নেন।”

হাফেজ ত্বকীর জানাজায় হাজারো মানুষ অংশ নেন। সাদা কাফনে মোড়ানো তাঁর দেহ নিয়ে সবাই যেন এক অন্যরকম আধ্যাত্মিক আবহে ছিলেন। বাবার চোখে অশ্রু থাকলেও ঠোঁটে ছিল প্রশান্তি—“আমার ছেলে দুনিয়ার নয়, আখিরাতের জন্য প্রস্তুত ছিল।”আল্লাহ হাফেজ ত্বকীর আত্মাকে জান্নাতুল ফেরদৌসে স্থান দিন—এই দোয়া সবার মুখে মুখে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে