ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
Sharenews24

বিএনপির সঙ্গে গণতন্ত্র মঞ্চের শীর্ষ ৬ নেতার সম্ভাব্য আসন প্রকাশ

২০২৫ অক্টোবর ২৯ ১১:২২:৪৮
বিএনপির সঙ্গে গণতন্ত্র মঞ্চের শীর্ষ ৬ নেতার সম্ভাব্য আসন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যুগপৎ আন্দোলনের অংশীদার জোট গণতন্ত্র মঞ্চের শীর্ষ ৬ নেতা কোন আসন থেকে নির্বাচন করবেন, তা জানতে চেয়েছে বিএনপি। এটি একটি সম্ভাব্য আসন বণ্টনের প্রক্রিয়ার অংশ।

গত মঙ্গলবার রাজধানীর গুলশানে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে গণতন্ত্র মঞ্চের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে সম্ভাব্য প্রার্থীর তালিকা, আসন বণ্টন ও সম্প্রতি অনুমোদিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ নিয়েও আলোচনা হয়।

গণতন্ত্র মঞ্চের শীর্ষ ৬ নেতার সম্ভাব্য আসনগুলো হলো:

মাহমুদুর রহমান মান্না (নাগরিক ঐক্য) – বগুড়া-২

সাইফুল হক (বিপ্লবী ওয়ার্কার্স পার্টি) – ঢাকা-৮

জোনায়েদ সাকি (গণসংহতি আন্দোলন) – ব্রাহ্মণবাড়িয়া-৬

তানিয়া রব (জেএসডি) – লক্ষ্মীপুর-৪

হাসনাত কাইয়ূম (রাষ্ট্র সংস্কার আন্দোলন) – কিশোরগঞ্জ-৫

শেখ রফিকুল ইসলাম বাবলু (ভাসানী জনশক্তি পার্টি) – জামালপুর-৫

বৈঠকে আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল, নির্বাচনী জোটভুক্ত প্রার্থীরা কি তাদের নিজ দলের প্রতীকে নির্বাচন করতে পারবে। উভয় পক্ষ একমত পোষণ করেছেন যে, প্রার্থীকে দুটি বিকল্প—নিজ দল ও প্রধান জোট শরিক দলের প্রতীকের সুযোগ থাকা উচিত।

গণতন্ত্র মঞ্চ আরও অর্ধ-শতাধিক আসনের জন্য বিএনপির সঙ্গে সমঝোতা চাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে শীর্ষ নেতাদের আসন সংক্রান্ত সমঝোতা না হলে বাকি প্রার্থী তালিকা নিয়ে আলোচনার কোনও সিদ্ধান্ত হয়নি।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে