ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
Sharenews24

অভিযুক্ত ৫ উপদেষ্টার নাম প্রকাশ করল এনসিপি

২০২৫ অক্টোবর ২৯ ১০:০০:৪৫
অভিযুক্ত ৫ উপদেষ্টার নাম প্রকাশ করল এনসিপি

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে খবর পাওয়া গেছে। গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ, তবে এই পরিস্থিতিতে বিএনপি, জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টি (NCP) সহ কয়েকটি দল সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে।

জাতীয় নাগরিক পার্টির (NCP) আহ্বায়ক নাইদ ইসলাম প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর এই অভিযোগ উত্থাপন করেন। তিনি বলেন, সংস্কার ও বিচার প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল। যদিও পূর্বে তিনি গণমাধ্যমে কোনো নির্দিষ্ট উপদেষ্টার নাম উল্লেখ করেননি, এবার দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী এক সাক্ষাৎকারে সুনির্দিষ্ট অভিযোগ এনেছেন।

নাসিরুদ্দিন পাটোয়ারী জানান, বিভিন্ন দলের পরামর্শের ভিত্তিতে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। তাঁর অভিযোগ অনুযায়ী, আইন উপদেষ্টা আসিফ নজরুল গণঅধিকার পরিষদের প্রতি বায়াসড। এছাড়া সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফজলুল কবির খান জামায়াতের সঙ্গে, অর্থ উপদেষ্টা সালাহউদ্দিন আহমেদ ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বিএনপির সঙ্গে, এবং শিল্প উপদেষ্টা আব্দুর রহমান খান জাসদের পুরোনো প্রেমে মজেছেন।

পাটোয়ারী আরও বলেন, উপদেষ্টারা সংস্কারের মাধ্যমে বাংলাদেশ গড়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন, তবে কিছু কিছু ক্ষেত্রে এসব দলের প্রতি তাঁদের ভালোবাসার জায়গাটা প্রকাশ পাচ্ছে। তিনি মনে করেন, বিভিন্ন সংস্থার দুর্বলতার কারণেই এমনটা হচ্ছে এবং দুদকসহ বিভিন্ন সংস্থার এসব বিষয়ে কাজ করা উচিত।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে