ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

অমুসলিমদের উৎসব ঘিরে মুসলমানদের বড় ভুল!

২০২৫ সেপ্টেম্বর ২৬ ১২:০৫:৪২
অমুসলিমদের উৎসব ঘিরে মুসলমানদের বড় ভুল!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য বহুদিনের। তবে এই সহাবস্থানের মাঝেও কখনো কখনো ঘটে যায় কিছু অপ্রীতিকর ঘটনা, যা প্রকৃতপক্ষে রাজনৈতিক প্রভাবিত হলেও ধর্মীয় রূপ ধারণ করে।

ইসলামের দৃষ্টিতে অমুসলিমদের প্রতি সদয় ও ন্যায়পরায়ণ আচরণের নির্দেশনা রয়েছে। কোরআনের সূরা মুমতাহিনায় মহান আল্লাহ বলেছেন, “যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং ঘর থেকে বের করে দেয়নি, তাদের সঙ্গে সদ্ব্যবহার ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি।”

একবার নবী করিম (সা.) একটি ইহুদি মৃতদেহ দেখে দাঁড়িয়ে যান। সাহাবীরা জিজ্ঞেস করলে তিনি বলেন, “সে কি মানুষ নয়?” (বোখারি, মুসলিম)। এটি প্রমাণ করে যে, মানবতার প্রতি সম্মান ইসলাম শিক্ষা দেয়।

লেখকের মতে, পূজা একটি ‘শিরকভিত্তিক ধর্মীয় কার্যক্রম’, যা ইসলামে সবচেয়ে বড় পাপ হিসেবে বিবেচিত। কোরআনের ভাষ্য অনুযায়ী, “আল্লাহ তার সঙ্গে শরিক করাকে ক্ষমা করেন না।” (সূরা নিসা)

তাই পূজায় উপস্থিত হওয়া, অংশগ্রহণ করা বা ধর্মীয় কর্মসূচির অংশ হওয়া ইসলামী নীতিমালার বাইরে পড়ে। এটি উদারতা নয় বরং দীনের মৌলিক স্বতন্ত্রতা বিসর্জন দেওয়া।

এই স্লোগান প্রসঙ্গে বলা হয়েছে, এটি শুধুমাত্র একপাক্ষিকভাবে ব্যবহৃত হয়, বিশেষত মুসলমানদের ধর্মীয় উৎসবকে উপেক্ষা করে। ইসলাম এমন উদারতাকে অনুমোদন দেয় না যা নিজের দীনি চেতনা ও সীমারেখা লঙ্ঘন করে।

লেখক জোর দিয়ে বলেন, অমুসলিমদের উপাসনালয়ে হামলা বা প্রতিমা ভাঙচুর সম্পূর্ণ হারাম ও অন্যায়। ইসলাম এই ধরনের কাজ অনুমোদন করে না। বরং সমাজের দায়িত্বশীল মুসলমানদের উচিত এসব অন্যায় প্রতিরোধে সচেষ্ট থাকা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে