ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

২০২৫ সেপ্টেম্বর ১৪ ১৬:১১:০২
উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

নিজস্ব প্রতিবেদক: রংপুরে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় আলোচনার সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। রোববার (১৪ সেপ্টেম্বর) আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

ছবি ভেসে ওঠার পরই তিনি তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “এত রক্ত ঝরার পরও যদি এখনো এদের ছবি থাকে, সেটা মেনে নেওয়া যায় না।” তিনি জানান, এটি ভুলক্রমে হয়েছে বলে তাকে জানানো হয়েছে, তবে তিনি এটিকে “ফ্যাসিবাদের প্রতিফলন” হিসেবেও উল্লেখ করেন।

এই ঘটনায় কর্মশালার কো-অর্ডিনেটর গোলাম রব্বানী সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে তড়িঘড়ি করে স্থান ত্যাগ করেন।

এ সময় উপদেষ্টা আরও বলেন, প্রাণি থেকে মানুষের দেহে জেনেটিক রোগ ছড়াতে পারে, যা ভয়াবহ হতে পারে। নিরাপদ মাংস, দুধ ও ডিম নিশ্চিত করতে সরকার স্থানীয়ভাবে ভ্যাকসিন উৎপাদনে কাজ করছে।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবেরসহ রংপুর বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে