ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

‘সরকার বিয়ে না দিলে নির্বাচনে যাব না!’

২০২৫ সেপ্টেম্বর ১৪ ১৬:০০:৩৯
‘সরকার বিয়ে না দিলে নির্বাচনে যাব না!’

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও জাতির ইতিহাস নিয়ে জামায়াতে ইসলামী সম্প্রতি যেসব মন্তব্য করেছে, তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিক ফজলুর রহমান। এক বক্তব্যে তিনি বলেন, জামায়াত মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ক্ষুণ্ন করছে।

ফজলুর রহমান বলেন, “জামায়াত আজ ৫৪ বছর পর এসে বলছে— ১৯৪৭ সালের দেশভাগ ছিল ‘প্রথম স্বাধীনতা যুদ্ধ’, ২০২৪ সালের ঘটনা ছিল ‘সর্বশেষ স্বাধীনতা যুদ্ধ’, আর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল শুধুই 'গণ্ডগোল' বা ‘ভাইয়ে ভাইয়ে মারামারি’। এমন বক্তব্য শুধু ইতিহাস বিকৃতি নয়, জাতির প্রতি চরম অবমাননা।”

তিনি দাবি করেন, জামায়াত শুধু কথায় নয়, কাজেও মুক্তিযোদ্ধাদের অসম্মান করেছে। “বীরশ্রেষ্ঠদের ছবি মাটিতে ফেলে পা দিয়ে মাড়িয়ে তারা প্রমাণ করেছে, তারা এখনও পাকিস্তানি ভাবাদর্শে বিশ্বাসী,”— বলেন ফজলুর রহমান।

তিনি অভিযোগ করেন, জামায়াতের সমালোচনা করায় তাকে ‘ফজু পাগলা’ বলে অপমান করা হয়েছে। এর জবাবে তিনি বলেন, “আমি ‘ফজু পাগলা’ নই, আমি বাংলাদেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়ে যুদ্ধ করা শ্রেষ্ঠ সন্তান। আল্লাহ যদি আমাকে আরও পাঁচ বছর জীবন দেন, আমি প্রমাণ করব কে পাগল আর কে মুক্তিযোদ্ধা। যারা আমাকে অপমান করেছে, তাদের হাতজোড় করে ক্ষমা চাইতে বাধ্য করব।”

ফজলুর রহমান স্পষ্ট করে বলেন, “মুক্তিযুদ্ধ সম্পর্কে কেউ যদি অপমানজনক কিছু বলে, তাহলে আরেকটি যুদ্ধ হবে। আমরা আর মুখ বুজে সহ্য করব না।”

তিনি জামায়াতের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “যদি শরিয়া বা ইসলামি আইন প্রতিষ্ঠা করতে চাও, তবে নির্বাচনে আসো। ‘সংস্কার’, ‘সমন্বয়’, ‘পিআর’— এসব দিয়ে ইসলাম কায়েম হবে না।”

ফজলুর রহমান নিজের বক্তব্যে সরকারকেও ব্যঙ্গ করে বলেন, “সরকার নাকি আমাদের বিয়ে করায়া না দিলে আমরা নির্বাচনে যাব না! মুসলমান চারটা বিয়ে করতে পারে, কিন্তু সরকার যদি তিনটা বউ না দেয়, তাহলে নির্বাচনে যাবে না—এ কেমন যুক্তি?”

ফজলুর রহমানের বক্তব্য থেকে স্পষ্ট যে, তিনি জামায়াতের অতীত ও বর্তমান অবস্থানকে বিশ্বাসযোগ্য মনে করছেন না এবং জাতীয় ইতিহাসের প্রতি অসম্মান সহ্য করবেন না। একইসঙ্গে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে